ঢাকা : ক্ষমতাসীন বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এমএ মাহবুব উদ্দীন খোকন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান পেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উদ্দীন বলেন, নির্বাচনের বিকল্প কিছু নেই। ক্ষমতাসীন সরকার যদি নির্বাচন দিতে না চায় তবে দেশের জনগণ রাজপথে এর যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছে।
এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা অনিয়ম তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সৎ পুলিশ অফিসারদের ব্যবহার না করে দলীয় মনোভাবাপন্নদের ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
সংগঠনের সভাপতি গিয়াস উদ্দীন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়য়া প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান