ঢাকা : রাজধানীতে আটককৃত অজ্ঞান পার্টির ৩১ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদর মধ্যে একক জনকে সর্বোচ্চ ৪ মাস থেকে শুরু করে ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অজ্ঞান করার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, মিজানুর রহমান পিন্টু (৪২), জলিল বেপারী (৫৫), বাবু (৩২), রশিদ (৪২), জাহিদ (২২), কামরুজ্জামান (২৪), নিয়ামুল (২১), খোকন মিয়া (২৩), মোসলেম মোল্লা (৩৫), আলম (২৩), মিজানুর (৪২), শরিফুল (৪৮), আনোয়ার (৩৫), রেজাউল (৪০), ওসমান গনি (৪৫), লাল মিয়া (২৫), গিয়াসউদ্দিন (২৫), মামুন (৪০), শহীদ আহম্মেদ (২৬), ফেরদৌস (২৬), আবু তাহের (২৮), মোকসেদ মোল্লা (৪০), সুমন (২৩), বাবু (২২), আব্দুল কাদের (৪০), সুমন (২৫), মাওলা সর্দার (২৮), মো:অলি (১৮), আমিনুল ইসলাম (২৪), জনি (২৩), শাওন আহম্মেদ (১৮)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবৎ রাজধানীতে মানুষকে অজ্ঞান করে নগদ টাকা পয়সা এবং সঙ্গে থাকা মালামাল হাতিয়ে নিত। বুধবার রাতে রাজধানী বিভিন্ন স্থান থেকে তাদের কে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে মিজানুর পিন্টুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আর বাকিদের ৪ মাস থেকে শুরু করে ২ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান