বাংলার খবর২৪.কম
: চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় ‘নারায়ণগঞ্জের গডফাদাররাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
সোমবার হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এই ‘গডফাদার’ কারা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জে কারা ‘গডফাদার’ তা দেশের সবাই জানে। এসময় ‘নূর হোসেনকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন এ ঘটনা ঘটল, কারা এর পেছনে জড়িত।’ বলেও মত দেন আইভী।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে এখনও স্বস্তি ফিরে আসেনি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।’
প্রশাসনিক তদন্ত কমিটির কাছে কী জানিয়েছেন জানতে চাইলে আইভী বলেন, ‘চাঞ্চল্যকর অপহরণ ও সাত খুনের ঘটনায় তিন ওয়ার্ড কমিশনার জড়িত থাকার বিষয়ে তদন্ত কমিটি যা জানতে চেয়েছে, তাই জানিয়েছি।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কোনো কাছের মানুষ বা আত্মীয় নয়, এ ঘটনায় আমি কিংবা আমার সন্তানও যদি জড়িত থাকে তাহলেও সেটা খুঁজে বের করুন। তাতে আমার কোনো আপত্তি নেই। তবুও মূল অপরাধীকে খুঁজে বের করুন।’
আইভী বলেন, ‘সাত খুনের ঘটনার পর এখন পর্যন্ত মানুষ আতঙ্কে রয়েছে। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের ঘটনা বিচারের শেষ পর্যন্ত যেতে পারিনি।’
তিনি বলেন, ‘এ সরকারের আমলেই তিন অফিসারকে গ্রেফতার করা হয়েছে। সরকার চাইলে বাকিরাও গ্রেফতার হবে। অপেক্ষা করুন। অনেক বিষয় বের হয়ে আসছে। বাকি কাহিনীও বের হয়ে আসবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান