দিনাজপুর: দিনাজপুরে এশিয়া এনার্জির প্রধান গরিল আই’র আগমন ও মত বিনিময় সভার প্রতিবাদে আবারো সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার সড়ক ও রেলপথ অবরোধ চলছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ীবাসী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু করে।
এর আগে বুধবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ীবাসী দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দিনব্যাপী বিক্ষোভ করে। ভাঙচুর করে এশিয়া এনার্জির অফিস।
এর আগে ফুলবাড়ী এশিয়া এনার্জির রাজরামপুর ফকিরপাড়া ওয়ার্কশপ এরিয়াতে এশিয়া এনার্জি করপোরেশনের গ্যারী লাই (চীফ অপারেশন অফিসার) ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা দিনাজপুরের বিভিন্ন উপজেলার জনগণকে নিয়ে সকাল ১০ টায় মতবিনিময় সভা শুরু করে।
এদিকে ফুলবাড়ী উপজেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ৬ থানার সমন্বয়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাবলু ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর এসএম নুরুজ্জামান সকাল সাড়ে ১১ টায় মতবিনিময় সভায় গিয়ে তাদের কার্যক্রম দেখে ফিরে এসে ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়ে রাস্তা অবরোধ করেন। এতে দূরপাল্লার শত শত যানবাহন রাস্তার দু’ধারে আটকা পড়ে।
এদিকে ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক, পৌর মেয়র মর্তুজা সরকার মানিক ফুলবাড়ী নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। যমুনা ব্রিজের পাশে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙ্গে এশিয়া এনার্জির অফিসে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় জনগণ । পরে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিও এশিয়া এনার্জি অফিসে হামলা ও ভাঙচুর করে। এতে অফিসের ব্যাপক ক্ষতি এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়। অপরদিকে সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ উত্তেজিত জনতাকে ফিরিয়ে দেয়, এতে বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এশিয়া এনার্জির অফিস ও কর্মকর্তা কর্মচারীরা।