পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান Logo ঢাকায় বাস টার্মিনালে বিআরটিএ’র সাঁড়াশি অভিযান মোবাইল কোর্টের Logo ডেমরা থানা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর Logo আব্দুল্লাপুরে বিভিন্ন বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান Logo বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান Logo ঈদ যাত্রা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ’র সাঁড়াশি অভিযান

নারী দিয়ে অধ্যক্ষকে ফাঁসানোয় আটক ৩

সিলেট : নারী দিয়ে সিলেট পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষকে ফাঁসানোর চেষ্টাকালে সাংবাদিক পরিচয়দানকারী দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। একই ঘটনায় সহায়তা করায় এক যুবতীকেও আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের নিজতাপা গ্রামের মহিউদ্দিন আহমদের ছেলে বেলায়েত হোসেন সবুজ (২৭), একই এলাকার মৃত শিবু চন্দ্র শীলের ছেলে শুভ্র চন্দ্র শীল (২০) ও সুনামগঞ্জ জেলার আলমপুর গ্রামের মৃত মতিন মিয়ার মেয়ে ফারহানা বেগম (২০)।

জানা যায়, বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় গিয়ে অপহরণ থেকে বাঁচার কথা বলে আশ্রয় চায় ফারহানা। সাহিদুর রহমান কোন কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ঘরের ভিতর ঢুকে যায়।

এসময় বেলায়েত হোসেন সবুজ ও শুভ্র চন্দ্র শীল নামের দুই যুবক টিভি চ্যানেল সাংবাদিক পরিচয় দিয়ে অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় ঢুকে ছবি তুলতে শুরু করে।

তারা নিজেদের চ্যানেল ৭ এর সাংবাদিক বলে পরিচয় দেয়। ছবি তোলার পর তারা সাহিদুর রহমানের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা মহিলাকে ধর্ষণ করেছে এমন সংবাদ প্রকাশ করবে বলে হুমকি দেয়।

অধ্যক্ষ সাহিদুর রহমান তখন বাসার নিচে এসে বিষয়টি স্থানীয় লোকদের অবহিত করেন। আশপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। দক্ষিণ সুরমা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ মহিলাসহ ২ যুবককে আটক করে।

এসময় তাদের ব্যাগ থেকে ১টি মুভিক্যামেরা, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি মাইক্রোফোন, ৬টি মোবাইল সেট, ২টি মডেম, ২টি পেনড্রাইভ, ১০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ৩টি কনডমসহ বেশ কিছু ভিজিটিং কার্ড ও পরিচয়পত্র উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম খাঁন জানান, আটককৃত বেলায়েত হোসেন সবুজ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র এবং শুভ্র তার সহযোগী। তারা কলেজ অধ্যক্ষকে ফাঁসানোর জন্য ফারহানা নামের মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছিল। উদ্ধারকৃত ক্যামেরায় মেয়েটির বেশ কিছু অশ্লীল ছবি পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার

নারী দিয়ে অধ্যক্ষকে ফাঁসানোয় আটক ৩

আপডেট টাইম : ০৫:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪

সিলেট : নারী দিয়ে সিলেট পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষকে ফাঁসানোর চেষ্টাকালে সাংবাদিক পরিচয়দানকারী দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। একই ঘটনায় সহায়তা করায় এক যুবতীকেও আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের নিজতাপা গ্রামের মহিউদ্দিন আহমদের ছেলে বেলায়েত হোসেন সবুজ (২৭), একই এলাকার মৃত শিবু চন্দ্র শীলের ছেলে শুভ্র চন্দ্র শীল (২০) ও সুনামগঞ্জ জেলার আলমপুর গ্রামের মৃত মতিন মিয়ার মেয়ে ফারহানা বেগম (২০)।

জানা যায়, বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় গিয়ে অপহরণ থেকে বাঁচার কথা বলে আশ্রয় চায় ফারহানা। সাহিদুর রহমান কোন কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ঘরের ভিতর ঢুকে যায়।

এসময় বেলায়েত হোসেন সবুজ ও শুভ্র চন্দ্র শীল নামের দুই যুবক টিভি চ্যানেল সাংবাদিক পরিচয় দিয়ে অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় ঢুকে ছবি তুলতে শুরু করে।

তারা নিজেদের চ্যানেল ৭ এর সাংবাদিক বলে পরিচয় দেয়। ছবি তোলার পর তারা সাহিদুর রহমানের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা মহিলাকে ধর্ষণ করেছে এমন সংবাদ প্রকাশ করবে বলে হুমকি দেয়।

অধ্যক্ষ সাহিদুর রহমান তখন বাসার নিচে এসে বিষয়টি স্থানীয় লোকদের অবহিত করেন। আশপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। দক্ষিণ সুরমা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ মহিলাসহ ২ যুবককে আটক করে।

এসময় তাদের ব্যাগ থেকে ১টি মুভিক্যামেরা, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি মাইক্রোফোন, ৬টি মোবাইল সেট, ২টি মডেম, ২টি পেনড্রাইভ, ১০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ৩টি কনডমসহ বেশ কিছু ভিজিটিং কার্ড ও পরিচয়পত্র উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম খাঁন জানান, আটককৃত বেলায়েত হোসেন সবুজ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র এবং শুভ্র তার সহযোগী। তারা কলেজ অধ্যক্ষকে ফাঁসানোর জন্য ফারহানা নামের মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছিল। উদ্ধারকৃত ক্যামেরায় মেয়েটির বেশ কিছু অশ্লীল ছবি পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।