অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

নারী দিয়ে অধ্যক্ষকে ফাঁসানোয় আটক ৩

সিলেট : নারী দিয়ে সিলেট পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষকে ফাঁসানোর চেষ্টাকালে সাংবাদিক পরিচয়দানকারী দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। একই ঘটনায় সহায়তা করায় এক যুবতীকেও আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের নিজতাপা গ্রামের মহিউদ্দিন আহমদের ছেলে বেলায়েত হোসেন সবুজ (২৭), একই এলাকার মৃত শিবু চন্দ্র শীলের ছেলে শুভ্র চন্দ্র শীল (২০) ও সুনামগঞ্জ জেলার আলমপুর গ্রামের মৃত মতিন মিয়ার মেয়ে ফারহানা বেগম (২০)।

জানা যায়, বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় গিয়ে অপহরণ থেকে বাঁচার কথা বলে আশ্রয় চায় ফারহানা। সাহিদুর রহমান কোন কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ঘরের ভিতর ঢুকে যায়।

এসময় বেলায়েত হোসেন সবুজ ও শুভ্র চন্দ্র শীল নামের দুই যুবক টিভি চ্যানেল সাংবাদিক পরিচয় দিয়ে অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় ঢুকে ছবি তুলতে শুরু করে।

তারা নিজেদের চ্যানেল ৭ এর সাংবাদিক বলে পরিচয় দেয়। ছবি তোলার পর তারা সাহিদুর রহমানের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা মহিলাকে ধর্ষণ করেছে এমন সংবাদ প্রকাশ করবে বলে হুমকি দেয়।

অধ্যক্ষ সাহিদুর রহমান তখন বাসার নিচে এসে বিষয়টি স্থানীয় লোকদের অবহিত করেন। আশপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। দক্ষিণ সুরমা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ মহিলাসহ ২ যুবককে আটক করে।

এসময় তাদের ব্যাগ থেকে ১টি মুভিক্যামেরা, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি মাইক্রোফোন, ৬টি মোবাইল সেট, ২টি মডেম, ২টি পেনড্রাইভ, ১০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ৩টি কনডমসহ বেশ কিছু ভিজিটিং কার্ড ও পরিচয়পত্র উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম খাঁন জানান, আটককৃত বেলায়েত হোসেন সবুজ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র এবং শুভ্র তার সহযোগী। তারা কলেজ অধ্যক্ষকে ফাঁসানোর জন্য ফারহানা নামের মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছিল। উদ্ধারকৃত ক্যামেরায় মেয়েটির বেশ কিছু অশ্লীল ছবি পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

নারী দিয়ে অধ্যক্ষকে ফাঁসানোয় আটক ৩

আপডেট টাইম : ০৫:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪

সিলেট : নারী দিয়ে সিলেট পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষকে ফাঁসানোর চেষ্টাকালে সাংবাদিক পরিচয়দানকারী দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। একই ঘটনায় সহায়তা করায় এক যুবতীকেও আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের নিজতাপা গ্রামের মহিউদ্দিন আহমদের ছেলে বেলায়েত হোসেন সবুজ (২৭), একই এলাকার মৃত শিবু চন্দ্র শীলের ছেলে শুভ্র চন্দ্র শীল (২০) ও সুনামগঞ্জ জেলার আলমপুর গ্রামের মৃত মতিন মিয়ার মেয়ে ফারহানা বেগম (২০)।

জানা যায়, বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় গিয়ে অপহরণ থেকে বাঁচার কথা বলে আশ্রয় চায় ফারহানা। সাহিদুর রহমান কোন কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ঘরের ভিতর ঢুকে যায়।

এসময় বেলায়েত হোসেন সবুজ ও শুভ্র চন্দ্র শীল নামের দুই যুবক টিভি চ্যানেল সাংবাদিক পরিচয় দিয়ে অধ্যক্ষ সাহিদুর রহমানের বাসায় ঢুকে ছবি তুলতে শুরু করে।

তারা নিজেদের চ্যানেল ৭ এর সাংবাদিক বলে পরিচয় দেয়। ছবি তোলার পর তারা সাহিদুর রহমানের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা মহিলাকে ধর্ষণ করেছে এমন সংবাদ প্রকাশ করবে বলে হুমকি দেয়।

অধ্যক্ষ সাহিদুর রহমান তখন বাসার নিচে এসে বিষয়টি স্থানীয় লোকদের অবহিত করেন। আশপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। দক্ষিণ সুরমা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ মহিলাসহ ২ যুবককে আটক করে।

এসময় তাদের ব্যাগ থেকে ১টি মুভিক্যামেরা, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি মাইক্রোফোন, ৬টি মোবাইল সেট, ২টি মডেম, ২টি পেনড্রাইভ, ১০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ৩টি কনডমসহ বেশ কিছু ভিজিটিং কার্ড ও পরিচয়পত্র উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম খাঁন জানান, আটককৃত বেলায়েত হোসেন সবুজ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র এবং শুভ্র তার সহযোগী। তারা কলেজ অধ্যক্ষকে ফাঁসানোর জন্য ফারহানা নামের মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছিল। উদ্ধারকৃত ক্যামেরায় মেয়েটির বেশ কিছু অশ্লীল ছবি পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।