ফেনী: ফেনী পৌরসভার দক্ষিণ বিরিঞ্চিতে ডাকাতের অস্ত্রের আঘাতে ফেনীর স্থানীয় পত্রিকার সম্পাদক আমেনা জহুরা ও তার স্বামী সোনালী ব্যাংক কর্মকর্তা ফিরোজ গুরুতর আহত হয়েছে।
এ সময় ফিরোজ আলম স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন (২৫) নামের ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, ফেনী পৌরসভার ৪নং ওয়ার্ডের কদলগাজী সড়কে মঙ্গলবার রাত আড়াই টার দিকে ফিরোজ তার ভবনের মূল ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১৪-১৫জন স্বশস্ত্র যুবক অস্ত্র ঠেকিয়ে মালামাল লুটের চেষ্টা চালায়।
এসময় ডাকাত সরদার সাদ্দাম হোসেন ফিরোজকে হত্যা করার জন্য কুপিয়ে রক্তাক্ত করে ও তার স্ত্রীর উপর আক্রমন চালায়। তাদের চিৎকারে পাড়ার লোকজন এগিয়ে আসলে আহত অবস্থায় ফিরোজ সাদ্দামকে আটক করে রাখে।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে আটক ডাকাতকে থানায় নিয়ে আসে। আহতদেরকে রাতেই ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম ও ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ এবং ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক যতন মজুমদার, ফেনী প্রেসক্লাবের সভাপতি বকতেয়ার ইসলাম মুন্নান, সাংবাদিক শাহজালাল রতন, ওসমান হারুন মাহমুদ, আবু তাহের, জহিরুল হক মিলন, মফিজুর রহমান জেলার সকল সাংবাদিক ও সম্পাদক হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নেন।
ফিরোজ সোনালী ব্যাংকের ফেনী সদর উপজেলা শাখার একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে বাদী হয়ে মামলা করেন ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান