অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

ডেমরায় জননিরাপত্তা মতবিনিময় সভা ও খতিব হত্যায় গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ডেমরা থানাধীন বিট নং-১ এর পূর্ব বক্সনগর, পশ্চিম বক্সনগর, বাঘমারা, অন্ধপট্টি, রূপনগর, নিঝুমবাগ, পশ্চিম সানারপাড়, লালশাহ মাজার রোড, ওরিয়েন্টাল স্কুল রোড, বাহির টেংরা, আমতলা, গার্ডেন রোড, মহাকাশ রোড এলাকাসমূহের বিট অফিসার এস. আই. আশীষ কুমার দেব, এস. আই. রফিকুল ইসলাম, এস. আই. নাসির উদ্দিন, এ. এস. আই. জসীম উদ্দিন, এ. এস. আই. সাইদুর রহমানের সমন্বয়ে হাজী আব্দুল মালেকের সভাপতিত্বে ও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ভূঁইয়া, তদন্ত কর্মকর্তা সুলতান, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সহ¯্রাধিক জনগনের উপস্থিতিতে সানারপাড়ের নিরাপত্তা প্রসঙ্গে “সেবাই পুলিশের ধর্ম” তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এই শ্লোগানে মাসিক বিট সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবেদ হোসেন। উপস্থাপনার সুচারু দায়িত্ব পালন করেন মোঃ আফিজউদ্দিন।
প্রশ্ন পর্বে একে একে এলাকার সামাজিক চেতনায় ভূমিকা রাখায় অগ্রগামীগন ডেমরা পুলিশের সামনে প্রশ্ন রাখেনঃ আবু তৈয়ব বলেন দুই থানার মাঝে সানারপাড় হওয়ায় দুষ্কৃতিকারীরা পার পেয়ে যায়। এটা এলাকার সবচেয়ে বড় সমস্যা তাই আসামীদের গ্রেপ্তারের জন্য উভয় থানা কি পদক্ষেপ নিয়েছে?
মোঃ কামাল হোসেন বলেন খতিব হত্যার কি পদক্ষেপ নিয়েছে পুলিশ? মোঃ শাহআলম বলেন কমিউনিটি পুলিশের ও নাইট গার্ডের ব্যবস্থা গ্রহন করবে কিনা? লিটন মিয়া বলেন আমরা কারো হাতে জিম্মি থাকতে চাই না। পুলিশই সবকিছু জানে, পুলিশই পারে আমাদেরকে সহযোগিতা করতে। মিজানুর রহমান বলেন রাত দশটার পরে সানারপাড় আসলে ভয়ে নাইট গার্ড সাথে নিয়ে বাসায় ঢুকি, সকলে একমত হলে ছিনতাইকারীদের সায়েস্তা করব।

আবু হানিফ সরকার বলেন সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের প্রতিহত করার পদক্ষেপ কি? আমার বাসার সামনে কিছুদিন পূর্বে ছিনতাইকারীরা আমাকে আক্রমন করলে আমি থানায় জিডি করি। বিট অফিসার এস. আই. আশীষ কুমার দেব আমাকে বললেন আপনারা ছিনতাইকারীদেরকে ধরে আমাকে ফোন করবেন। আমার প্রশ্ন আমি যদি ছিনতাইকারীদের ধরতে পারতাম তাহলে পুলিশের কি দরকার ছিল?
হাবিবুর রহমান বলেন আমরা নিজেদেরকে অসহায় বোধ করছি। সন্ধ্যা রাতে রাস্তা নিরব হয়ে যাচ্ছে। ভীষন ভীতিকর পরিস্থিতি এ এলাকায় বিরাজ করছে। সন্ত্রাসী কারা তা আপনারা চেনেন, আপনারা জানেন, তারপরও আপনারা আমাদেরকে প্রশ্ন করেন কি করলে সন্ত্রাস নির্মূল হবে অথচ আপনারা দায়িত্বপ্রাপ্ত তাই নয় কি?
আবুল হোসেন বলেন ডেমরা থানার দুরত্ব অনেক বেশি তাই পুলিশ আসতে অনেক বেশি সময় লাগে, অতএব এখানে একটি ফাড়ি থাকা প্রয়োজন। আলমগীর অনেক নিকৃষ্ট ও খারাপ ধরনের ছেলে। সে এ থানার পুলিশের ফর্মা হিসেবে পরিচিত তাই তাকে কেউ প্রতিহত করতে পারছে না তা না হলে তাকে উপযুক্ত শাস্তি দিতাম, সে এ অঞ্চলের বেশিরভাগ অপরাধের সাথে জড়িত।
আনোয়ার আলী বলেন পূর্বে আমাদের এ এলাকায় ছিনতাইকারী ছিল না, ২০০৫ সাল থেকে এখানে ছিনতাই শুরু হয়। যদি নাইট গার্ড থাকতো তবে খতিবের অঘটন ঘটতো না। দলমত ভূলে আসুন আমরা সন্ত্রাসীদের প্রতিহত করি।
৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন বলেন আমরা অনেক কথা বলি কিন্তু কাজের সময় কেউ নাই। বাস্তবে ওসি ডেমরা যা করার দরকার ছিল তা করেন নাই, পুলিশের কোন আপডেট নাই। পুলিশের কাজের আপডেট কি?
জবাবে এস. আই. আশীষ কুমার বলেন আমাদের চেষ্টা আপনাদের পাশে দাড়ানোর, আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারি না তবুও আমাদের আন্তরিকতার সীমা নেই। আগামীকালকে আমাদের সংযুক্ত কমিশনারের তদন্ত রয়েছে। আপনারা অনেকেই সমস্যা সম্পর্কে অপরাধীদের নাম বলতে চেয়েছেন তা আপনার গোপনে আমাদেরকে নাম বলতে পারেন আমরা আপনাদের তথ্য গোপন রাখব। আমরা আমাদের নম্বর আপনাদেরকে দেব আপনারা অপরাধীদের সম্পর্কে আমাদেরকে জানাতে পারবেন। একজন বলেছেন আপনারা অসহায় কথাটা মোটেও ঠিক না। অপরাধীরা কোনদিনও সমাজের মানুষের চাইতে শক্তিশালী হতে পারে না। আমরা আপনাদের পাশে আছি তাই অসহায় বোধ করার কোন কারন নাই। যখন যে অবস্থায় আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের পাশে থাকব। নাইট গার্ড সমাজের জন্য খুবই জরুরী। নাইট শুধু রাখলেই চলবে না নাইট গার্ডের জন্য পর্যাপ্ত শীতের কাপড়, টর্চ লাইট, লাঠি এবং একটা কমিটি গঠনের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে, বেতন যথা সময়ে দিতে হবে। যদি আমাদের সহযোগিতা চান কেউ টাকা দিতে না চায় অযথা গড়ি মসি করে আমরা অবশ্যই সহযোগিতা করব। এখানে অনেকে আছেন যারা বাড়ি করছেন বাইরের থেকে এসে আপনারা ভাড়া দেন বিভিন্ন লোকজনের কাছে আপনারা ভাড়া দেন। আমাদের একটা অনুরোধ ভাড়া দেয়ার পূর্বে বিস্তারিত জেনে ইতিপূর্বে সে কোথায় ছিল, দুইজন ব্যক্তির রেফারেন্স নিয়ে তারপর লোকটাকে ভাড়া দিবেন। আমাদের সহযোগিতা চাইলে দেশের ঠিকানায় যাচাই বাছাই করে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারব দেশে সে কি করত বা কি পরিচয়। পরিত্যাক্ত ভবন গুলিকে ছিলগালা করে দিবেন ও নির্মানাধীন ভবন গুলোর নিরাপত্তা জোরদার করবেন। এসকল ভবনের মধ্যে অপরাধীরা আস্তানা গাড়ে। সোর্স কোন অপরাধী না সোর্স হচ্ছে সমাজের উপকারী বন্ধু। অনেক সচিবও পুলিশের সোর্স হয়ে কাজ করে। সোর্স কখনও জনগনের সামনে আসবেনা সোর্স থাকবে গোপনে। ফর্মা আলমগীরের সাথে পুলিশের কোন সম্পর্ক নাই এমনকি ডেমরা সিদ্ধিরগঞ্জ, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। আমরা মাঠপর্যায়ের পুলিশ দায়িত্বপালন কালে আমাদের ভূল ত্রুটি হইতে পারে, আমরা বয়সেও নবীন, আমাদের চাকুরীর আরও সময় দরকার তাই আপনারা বলবেন আমরা আমাদের ভূল ত্রুটি শুধরে নেয়ার চেষ্টা করব।
এস. আই. রফিকুল ইসলাম বলেন গিয়াস ভাই বললেন পুলিশ কি করেছে তাদের আপডেট কি? আমি ছোট্ট একটি উদাহরন টানব যখন একটা বাচ্চা ছেলে পাশের বাসার ছেলের সাথে ঝগড়া লাগে তখন কিছুক্ষন সে বাসায় আসে না কারন বাসায় বিচার গেছে। যাদের কথা বলছেন এই ঘটনার পর কি কাউকে আপনারা দেখেন? এটা কিন্তু আপনাদের ভয়ে না আমাদের প্রসাশনের ভয়ে। আপনারা পুলিশের ভূমিকাটা ভাল চোখে কখনওই দেখতে চান না। তারপরও পুলিশকে বড় করার জন্য বলছিনা আমাদেরকে আপনারা যদি সাহায্য না করেন আমরা এগোতে পারবো না, আমরা পেছনে থাকব। একটা মানুষ তার ডিউটি চলাকালে অনেক সমস্যা হতে পারে। আমাদের থানায় এত পরিমানে পুলিশ নেই যে আমরা এক দুই মিনিটে চলে অসব। আমি যদি আনোয়ার সাহেবের ছেলেকে এরেষ্ট করি তিনিই আমাকে বলবেন রফিক সাহেব প্লিজ ব্যাপারটা দেখেন, ওভাবে নিয়েন না তিনিই আমাকে বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। একথা বলবেন না আমার ছেলে যে অপরাধ সে অপরাধের সাজা হোক। গরীবের একটা ছেলেকে ধরে নিয়ে গেলে কেউ যায় না কিন্তু নেতার ভাইকে ধরে নিলে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। অনেকে আমাকে ফোন দিয়ে অনেকের নাম বলে দিচ্ছে যে অমুকে এর সাথে জড়িত হতে পারে। আমরা অপরাধীদের ধরেছি আরও ধরার চেষ্টা করছি তদন্তের স্বার্থে আপনাদের কাছে প্রকাশ করছি না।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জহিরুল ইসলাম বলেন গিয়াস সাহেব যা বলেছেন কিছুদিন পূর্বে যে মার্ডারটা হয়েছে তার আপডেট এসি সাব, ডিসি সাব সবাই আসছেন আপনারা যা বলছেন এটা কিন্তু সঠিক না । আমি এলকার জন্য ছিনতাই প্রতিরোধ টিম করে দিছি যারা সারা রাত ডিউটি করে এলাকায়। আমি বলেছি এ এলাকায় ছিনতাই হবে না, ছিনতাইকারীরা ছিনতাই করে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় চলে যায় কিন্তু ওই থানার কোন মূখ্য ভূমিকা নাই। সন্ত্রাসীরা লিথি গার্মেন্টেসের আশেপাশে বালুর মাঠসহ বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায়। পুলিশ আর জনগন মোম আর আলোর মত তিনি আবার বলেন পুলিশ আর জনগন মালার মত যেমন সুতা আর ফুল ছাড়া মালা হয় না। যাদের নাম পেপারে আসছে আমি কিন্তু বাশের পুল থেকে তাকে এরেষ্ট করছি। তদন্তের স্বার্থে আমরা নাম বলি নাই কিন্তু শিগ্রই বাকিদেরকেও ধরে ফেলব। ডেমরা থানার সকল লোকের কাজ করার চেষ্টা করি বাকি আল্লার হাতে। আপনারা মোড়ে মোড়ে লাইট দেন, নাইট গার্ড দেন, প্রধান সড়কে গেইটের ব্যবস্থা করেন। আমি চাই আমার এলাকা ইভটিজিং মুক্ত হবে, ছিনতাই মুক্ত হবে, ভয়ভীতি মুক্ত হবে। আমি আশাকরি সানারপাড় ডেমরা থানার মডেল হিসেবে গড়ে তুলব। আপনারা সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাহেবকেও আপনারা বলবেন, তাদেরকেও বলবেন আপনাদের সমস্যার কথা প্রয়োজনে আমরা জড়িত হয়ে মিটিং করব। ডেমরা-সিদ্ধিরগঞ্জ একসাথে মিটিং করবে আশাকরি সন্ত্রাস নির্মূল হবে, কোন ছিনতাইকারী থাকবে না। ইনশাআল্লাহ আল্লার রহমতে ডেমরা ছিনতাই ও সন্ত্রাসমুক্ত হবে। আমি যে কয়দিন এ থানায় আছি আপনাদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে লাল ও সবুজ কলম প্রদানের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

ডেমরায় জননিরাপত্তা মতবিনিময় সভা ও খতিব হত্যায় গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ডেমরা থানাধীন বিট নং-১ এর পূর্ব বক্সনগর, পশ্চিম বক্সনগর, বাঘমারা, অন্ধপট্টি, রূপনগর, নিঝুমবাগ, পশ্চিম সানারপাড়, লালশাহ মাজার রোড, ওরিয়েন্টাল স্কুল রোড, বাহির টেংরা, আমতলা, গার্ডেন রোড, মহাকাশ রোড এলাকাসমূহের বিট অফিসার এস. আই. আশীষ কুমার দেব, এস. আই. রফিকুল ইসলাম, এস. আই. নাসির উদ্দিন, এ. এস. আই. জসীম উদ্দিন, এ. এস. আই. সাইদুর রহমানের সমন্বয়ে হাজী আব্দুল মালেকের সভাপতিত্বে ও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ভূঁইয়া, তদন্ত কর্মকর্তা সুলতান, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সহ¯্রাধিক জনগনের উপস্থিতিতে সানারপাড়ের নিরাপত্তা প্রসঙ্গে “সেবাই পুলিশের ধর্ম” তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এই শ্লোগানে মাসিক বিট সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবেদ হোসেন। উপস্থাপনার সুচারু দায়িত্ব পালন করেন মোঃ আফিজউদ্দিন।
প্রশ্ন পর্বে একে একে এলাকার সামাজিক চেতনায় ভূমিকা রাখায় অগ্রগামীগন ডেমরা পুলিশের সামনে প্রশ্ন রাখেনঃ আবু তৈয়ব বলেন দুই থানার মাঝে সানারপাড় হওয়ায় দুষ্কৃতিকারীরা পার পেয়ে যায়। এটা এলাকার সবচেয়ে বড় সমস্যা তাই আসামীদের গ্রেপ্তারের জন্য উভয় থানা কি পদক্ষেপ নিয়েছে?
মোঃ কামাল হোসেন বলেন খতিব হত্যার কি পদক্ষেপ নিয়েছে পুলিশ? মোঃ শাহআলম বলেন কমিউনিটি পুলিশের ও নাইট গার্ডের ব্যবস্থা গ্রহন করবে কিনা? লিটন মিয়া বলেন আমরা কারো হাতে জিম্মি থাকতে চাই না। পুলিশই সবকিছু জানে, পুলিশই পারে আমাদেরকে সহযোগিতা করতে। মিজানুর রহমান বলেন রাত দশটার পরে সানারপাড় আসলে ভয়ে নাইট গার্ড সাথে নিয়ে বাসায় ঢুকি, সকলে একমত হলে ছিনতাইকারীদের সায়েস্তা করব।

আবু হানিফ সরকার বলেন সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের প্রতিহত করার পদক্ষেপ কি? আমার বাসার সামনে কিছুদিন পূর্বে ছিনতাইকারীরা আমাকে আক্রমন করলে আমি থানায় জিডি করি। বিট অফিসার এস. আই. আশীষ কুমার দেব আমাকে বললেন আপনারা ছিনতাইকারীদেরকে ধরে আমাকে ফোন করবেন। আমার প্রশ্ন আমি যদি ছিনতাইকারীদের ধরতে পারতাম তাহলে পুলিশের কি দরকার ছিল?
হাবিবুর রহমান বলেন আমরা নিজেদেরকে অসহায় বোধ করছি। সন্ধ্যা রাতে রাস্তা নিরব হয়ে যাচ্ছে। ভীষন ভীতিকর পরিস্থিতি এ এলাকায় বিরাজ করছে। সন্ত্রাসী কারা তা আপনারা চেনেন, আপনারা জানেন, তারপরও আপনারা আমাদেরকে প্রশ্ন করেন কি করলে সন্ত্রাস নির্মূল হবে অথচ আপনারা দায়িত্বপ্রাপ্ত তাই নয় কি?
আবুল হোসেন বলেন ডেমরা থানার দুরত্ব অনেক বেশি তাই পুলিশ আসতে অনেক বেশি সময় লাগে, অতএব এখানে একটি ফাড়ি থাকা প্রয়োজন। আলমগীর অনেক নিকৃষ্ট ও খারাপ ধরনের ছেলে। সে এ থানার পুলিশের ফর্মা হিসেবে পরিচিত তাই তাকে কেউ প্রতিহত করতে পারছে না তা না হলে তাকে উপযুক্ত শাস্তি দিতাম, সে এ অঞ্চলের বেশিরভাগ অপরাধের সাথে জড়িত।
আনোয়ার আলী বলেন পূর্বে আমাদের এ এলাকায় ছিনতাইকারী ছিল না, ২০০৫ সাল থেকে এখানে ছিনতাই শুরু হয়। যদি নাইট গার্ড থাকতো তবে খতিবের অঘটন ঘটতো না। দলমত ভূলে আসুন আমরা সন্ত্রাসীদের প্রতিহত করি।
৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন বলেন আমরা অনেক কথা বলি কিন্তু কাজের সময় কেউ নাই। বাস্তবে ওসি ডেমরা যা করার দরকার ছিল তা করেন নাই, পুলিশের কোন আপডেট নাই। পুলিশের কাজের আপডেট কি?
জবাবে এস. আই. আশীষ কুমার বলেন আমাদের চেষ্টা আপনাদের পাশে দাড়ানোর, আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারি না তবুও আমাদের আন্তরিকতার সীমা নেই। আগামীকালকে আমাদের সংযুক্ত কমিশনারের তদন্ত রয়েছে। আপনারা অনেকেই সমস্যা সম্পর্কে অপরাধীদের নাম বলতে চেয়েছেন তা আপনার গোপনে আমাদেরকে নাম বলতে পারেন আমরা আপনাদের তথ্য গোপন রাখব। আমরা আমাদের নম্বর আপনাদেরকে দেব আপনারা অপরাধীদের সম্পর্কে আমাদেরকে জানাতে পারবেন। একজন বলেছেন আপনারা অসহায় কথাটা মোটেও ঠিক না। অপরাধীরা কোনদিনও সমাজের মানুষের চাইতে শক্তিশালী হতে পারে না। আমরা আপনাদের পাশে আছি তাই অসহায় বোধ করার কোন কারন নাই। যখন যে অবস্থায় আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের পাশে থাকব। নাইট গার্ড সমাজের জন্য খুবই জরুরী। নাইট শুধু রাখলেই চলবে না নাইট গার্ডের জন্য পর্যাপ্ত শীতের কাপড়, টর্চ লাইট, লাঠি এবং একটা কমিটি গঠনের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে, বেতন যথা সময়ে দিতে হবে। যদি আমাদের সহযোগিতা চান কেউ টাকা দিতে না চায় অযথা গড়ি মসি করে আমরা অবশ্যই সহযোগিতা করব। এখানে অনেকে আছেন যারা বাড়ি করছেন বাইরের থেকে এসে আপনারা ভাড়া দেন বিভিন্ন লোকজনের কাছে আপনারা ভাড়া দেন। আমাদের একটা অনুরোধ ভাড়া দেয়ার পূর্বে বিস্তারিত জেনে ইতিপূর্বে সে কোথায় ছিল, দুইজন ব্যক্তির রেফারেন্স নিয়ে তারপর লোকটাকে ভাড়া দিবেন। আমাদের সহযোগিতা চাইলে দেশের ঠিকানায় যাচাই বাছাই করে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারব দেশে সে কি করত বা কি পরিচয়। পরিত্যাক্ত ভবন গুলিকে ছিলগালা করে দিবেন ও নির্মানাধীন ভবন গুলোর নিরাপত্তা জোরদার করবেন। এসকল ভবনের মধ্যে অপরাধীরা আস্তানা গাড়ে। সোর্স কোন অপরাধী না সোর্স হচ্ছে সমাজের উপকারী বন্ধু। অনেক সচিবও পুলিশের সোর্স হয়ে কাজ করে। সোর্স কখনও জনগনের সামনে আসবেনা সোর্স থাকবে গোপনে। ফর্মা আলমগীরের সাথে পুলিশের কোন সম্পর্ক নাই এমনকি ডেমরা সিদ্ধিরগঞ্জ, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। আমরা মাঠপর্যায়ের পুলিশ দায়িত্বপালন কালে আমাদের ভূল ত্রুটি হইতে পারে, আমরা বয়সেও নবীন, আমাদের চাকুরীর আরও সময় দরকার তাই আপনারা বলবেন আমরা আমাদের ভূল ত্রুটি শুধরে নেয়ার চেষ্টা করব।
এস. আই. রফিকুল ইসলাম বলেন গিয়াস ভাই বললেন পুলিশ কি করেছে তাদের আপডেট কি? আমি ছোট্ট একটি উদাহরন টানব যখন একটা বাচ্চা ছেলে পাশের বাসার ছেলের সাথে ঝগড়া লাগে তখন কিছুক্ষন সে বাসায় আসে না কারন বাসায় বিচার গেছে। যাদের কথা বলছেন এই ঘটনার পর কি কাউকে আপনারা দেখেন? এটা কিন্তু আপনাদের ভয়ে না আমাদের প্রসাশনের ভয়ে। আপনারা পুলিশের ভূমিকাটা ভাল চোখে কখনওই দেখতে চান না। তারপরও পুলিশকে বড় করার জন্য বলছিনা আমাদেরকে আপনারা যদি সাহায্য না করেন আমরা এগোতে পারবো না, আমরা পেছনে থাকব। একটা মানুষ তার ডিউটি চলাকালে অনেক সমস্যা হতে পারে। আমাদের থানায় এত পরিমানে পুলিশ নেই যে আমরা এক দুই মিনিটে চলে অসব। আমি যদি আনোয়ার সাহেবের ছেলেকে এরেষ্ট করি তিনিই আমাকে বলবেন রফিক সাহেব প্লিজ ব্যাপারটা দেখেন, ওভাবে নিয়েন না তিনিই আমাকে বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। একথা বলবেন না আমার ছেলে যে অপরাধ সে অপরাধের সাজা হোক। গরীবের একটা ছেলেকে ধরে নিয়ে গেলে কেউ যায় না কিন্তু নেতার ভাইকে ধরে নিলে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। অনেকে আমাকে ফোন দিয়ে অনেকের নাম বলে দিচ্ছে যে অমুকে এর সাথে জড়িত হতে পারে। আমরা অপরাধীদের ধরেছি আরও ধরার চেষ্টা করছি তদন্তের স্বার্থে আপনাদের কাছে প্রকাশ করছি না।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জহিরুল ইসলাম বলেন গিয়াস সাহেব যা বলেছেন কিছুদিন পূর্বে যে মার্ডারটা হয়েছে তার আপডেট এসি সাব, ডিসি সাব সবাই আসছেন আপনারা যা বলছেন এটা কিন্তু সঠিক না । আমি এলকার জন্য ছিনতাই প্রতিরোধ টিম করে দিছি যারা সারা রাত ডিউটি করে এলাকায়। আমি বলেছি এ এলাকায় ছিনতাই হবে না, ছিনতাইকারীরা ছিনতাই করে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় চলে যায় কিন্তু ওই থানার কোন মূখ্য ভূমিকা নাই। সন্ত্রাসীরা লিথি গার্মেন্টেসের আশেপাশে বালুর মাঠসহ বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায়। পুলিশ আর জনগন মোম আর আলোর মত তিনি আবার বলেন পুলিশ আর জনগন মালার মত যেমন সুতা আর ফুল ছাড়া মালা হয় না। যাদের নাম পেপারে আসছে আমি কিন্তু বাশের পুল থেকে তাকে এরেষ্ট করছি। তদন্তের স্বার্থে আমরা নাম বলি নাই কিন্তু শিগ্রই বাকিদেরকেও ধরে ফেলব। ডেমরা থানার সকল লোকের কাজ করার চেষ্টা করি বাকি আল্লার হাতে। আপনারা মোড়ে মোড়ে লাইট দেন, নাইট গার্ড দেন, প্রধান সড়কে গেইটের ব্যবস্থা করেন। আমি চাই আমার এলাকা ইভটিজিং মুক্ত হবে, ছিনতাই মুক্ত হবে, ভয়ভীতি মুক্ত হবে। আমি আশাকরি সানারপাড় ডেমরা থানার মডেল হিসেবে গড়ে তুলব। আপনারা সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাহেবকেও আপনারা বলবেন, তাদেরকেও বলবেন আপনাদের সমস্যার কথা প্রয়োজনে আমরা জড়িত হয়ে মিটিং করব। ডেমরা-সিদ্ধিরগঞ্জ একসাথে মিটিং করবে আশাকরি সন্ত্রাস নির্মূল হবে, কোন ছিনতাইকারী থাকবে না। ইনশাআল্লাহ আল্লার রহমতে ডেমরা ছিনতাই ও সন্ত্রাসমুক্ত হবে। আমি যে কয়দিন এ থানায় আছি আপনাদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে লাল ও সবুজ কলম প্রদানের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।