ঢাকা : পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে বাংলাদেশের তদন্তকারী টিম আজ বৃহস্পতিবার কলকাতা যাচ্ছে। সাত সদস্যের এই তদন্তকারী টিম সেখানে তিনদিন অবস্থান করে তদন্ত করবে।
বৃহস্পতিবার বিকেলে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিম কলকাতা যাবে।
জানা গেছে, টিমটি প্রথমেই পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে বৈঠক করবে। এরপর তারা বর্ধমান পুলিশের সঙ্গে বৈঠক করে ঘটনাস্থল পরিদর্শন করবে। এছাড়া বর্ধমান পুলিশের হাতে গ্রেফতার জেএমবি’র নেতা রহমতউল্লাহ ওরফে সাজিদের দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করবে।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালক কর্নেল আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে এই টিমের অপর সদস্যরা হলেন-ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থা এসবি’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আব্দুল আজিজ, পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয়) মাহফুজুর রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মেজর আতিকুর রহমান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান