ডেস্ক : গোল পৃথিবীতে কতইনা তাল গোল পাকানো ঘটনা ঘটে এমনই এক ঘটনা ঘটেছে সোভিয়েত রাশিয়ায়। সেখানে বাসের ন্যায় প্লেন ঠেলেছেন যাত্রীরা।
তাপমাত্রা যখন ৫২ ডিগ্রি সেলসিয়াস ঠিক তখনি বরফের চাদরে ঢেকে গিয়েছিল পুরো এলাকা। প্রচণ্ড ঠাণ্ডায় তুষারঝড়ের কবলে পড়লো, একপর্যায়ে যাত্রীরা প্লেন ঠেলা শুরু করেন।
প্লেনের পেছনের অংশ বরফের তলায় চাপা পড়ায় ব্রেক কাজ করছিল না। তাই প্লেন ছাড়বে না। তখন রাশিয়ার ইগারকা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা সেই প্লেনের যাত্রীদের তখন মাথায় হাত।
প্লেনের ৭০ জন যাত্রী সিদ্ধান্ত নিলেন বরফের চাদরে আটকে থাকা প্লেনকে ঠেলে এগিয়ে নিয়ে যাবে তারা।
তারপর পাইলট প্লেন আকাশে ওড়াবনে। যেমন ভাবনা তেমন কাজ। ৭০ জন যাত্রী গান গাইতে গাইতে প্লেনকে ঠেলতে থাকলেন। তাদের মুখে তখনকা গানের শব্দগুলি হল, ‘কাম অন পুস/চলো জোরে ঠেলো।’
চেষ্টার ফলে প্লেন কিছুটা এগোলেও, শেষ পর্যন্ত সোভিয়াত রাশিয়ার আমলের প্লেনটি আর ছাড়েনি।
সূত্র : জি নিউজ