বিজয় দিবসের আগেই ছিটমহল বিনিময় হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে এমন মন্তব্য করেছেন ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।
বুধবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত ১৭ নং ডারিকামারী ভারতীয় ছিটমহলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছিটমহলবাসীর উদ্দেশে দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো কথায় আপনারা কান দেবেন না। ৬৭ বছর ধৈর্য্য-সহ্য করেছেন। আর কিছুদিন গেলেই আমাদের সেই অধরা স্বাধীনতা পাবো বলে আমরা আশা করছি। তবে সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখন মানুষ জাগ্রত হয়েছে। আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশি ৫১ ছিটমহলের একজনও আসছেন না। তবে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ১১১ ছিটমহলের কোনো বাসিন্দা যদি মূল ভূ-খণ্ডে যেতে চায়, তাহলে আমরা সাধ্যমত তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব।
১৭ নং ডারিকামারী ছিটমহলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ-ভারত ছিটমহল বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, স্থানীয় ছিটমহল নেতা হাফিজুল ইসলাম প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান