বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) ২০১৪-২০১৫ সেশনের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে ৯০ হাজার ৪০২ জন ভর্তিচ্ছু। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়াই করবে ৭৫ জন ভর্তিচ্ছু। যা পূর্বের তুলানায় অনেক বেশি।
বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আবেদনের তারিখ শেষ হলেও ভর্তি পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ-উল-আলম রনি বলেন, সিনিয়র কিছু শিক্ষক তাদের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করায় এখনও ভর্তি পরীক্ষার তারিখ জানানো সম্ভব হয়নি। তবে দ্রুত তা জানানো হবে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি ইউনিটের মধ্যে (এ, ইউনিট) কলা অনুষদের তিনটি বিষয়ের ১৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ২০ হাজার ২১৯ জন। (বি, ইউনিট) সামাজিক বিজ্ঞান অনুষদের ৬টি বিষয়ের ৩৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২২ হাজার ৫৮৪ জন। এছাড়া (সি, ইউনিট) বিজনেজ স্টাডিজ বিভাগের ৪টি বিষয়ের ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৮ হাজার ২৬৯ জন। (ডি, ইউনিট) বিজ্ঞান অনুষদের ৪টি বিষয়ের ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১০ হাজার ৭৩৬ জন। (ই, ইউনিট ) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২টি বিষয়ের ৭০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯ হাজার ৭৭৫ জন এবং (এফ, ইউনিট) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ২টি বিষয়ের ৯০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ৮১৯ জন।
উল্লেখ্য, ১০ নভেম্বর রাত ১২টায় আবেদনের তারিখ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত করা হয়েছিল।