ঢাকা : সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেছেন, কুরআন মাজিদই সকল জ্ঞানের উৎস ও সমাগ্রিক নিরাপত্তার নিশ্চিত গ্যারান্টি দেয়। পবিত্র কুরআন থেকেই সকল যুগে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা আবিষ্কৃত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ মসজিদ মিশনের ইমাম সম্মেলন এবং হিফজ সমাপ্তকারীদের সনদ বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিচারপতি রউফ বলেন, যারা কুরআনকে অন্তরে ধারণ করেছে এবং কুরআন সংরক্ষণে যারা কাজ করে যাচ্ছে তাদের চেয়ে দুনিয়ায় আর কেউ মর্যাদার অধিকারী হতে পারে না।
কুরআনের হুকুম-আহকাম অনুযায়ী জীবন-যাপন করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
মসজিদ মিশনের সহ-সভাপতি প্রফেসর ড. ইয়াহইয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, কাঁটাবন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. মাওলানা রফিকুর রহমান মাদানী, ডা. আবদুল কাউয়ুম আযহারী, প্রিন্সিপাল মোশাররফ হোসাইন, মুহাদ্দিস আবুল হাসান, মুফতি মাসউদুর রহমান, প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দীন হেলালী, মাওলানা আবদুর রহমান, মুফতি তাজুল ইসলাম কাওসারী, মাওলানা শফিকুল ইসলাম মিলন, মুফাসসির আবুল কাসেম, মাওলানা ফসিউর রহমান, মুফতি সালেহ সিদ্দিকী, মুফতি জোবায়ের আহমদ ও মাওলানা আবদুল কাইয়ুম প্রমুখ।
মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, ইসলামের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ সৃষ্টিকারীদের মুখোশ উম্মোচন করতে কুরআনী শিক্ষার বিকল্প নেই। কুরআনের আলোর মাধ্যমেই মসজিদ এলাকার সংশ্লিষ্ট সকল জনসাধারণ দুর্নীতি ও অপরাধমুক্ত জীবন-যাপনে অভ্যস্ত হবে।
তিনি বলেন, মসজিদ মিশনের আদর্শ হেফজখানা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখা-পড়ার সুবর্ণ সুযোগ চালু করেছে। যাতে একজন ছাত্র কুরআন হিফজের পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি ও অংকে দক্ষ হয়ে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি ও পরবর্তীতে যোগ্য নাগরিক হয়ে দেশ জাতির খেদমতে বিশেষ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে ৫ জন হেফজ সমাপ্তকারীকে পাগড়ি, সনদ প্রদান ও পুরস্কৃত করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান