কাঠমান্ডু, নেপাল থেকে: বিদ্যুৎ, জ্বালানি ও ব্লু ইকোনমি (সমুদ্র সম্পদ) দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাবনাময় এই সম্পদকে কাজে লাগাতে দরকার দক্ষিণ এশীয় দেশসমূহের যৌথ গবেষণা। এক্ষেত্রগুলোকে উন্নয়নে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও আন্তসংযোগ বৃদ্ধিতে আরো বেশি মনোযোগ দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার কাঠমান্ডুর রাষ্ট্রীয় গৃহ সভাতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ এ প্রতিপাদ্যে নেপালে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশসমূহের জন্য সমুদ্র সম্পদ (ব্লু ইকোনমি) একটি বড় সম্পদ। এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দক্ষিণ এশিয়ার দেশসমূহের উন্নয়ন সম্ভব হবে।
সার্ককে ঘিরে দক্ষিণ এশিয়ার এই আটটি দেশের আশাবাদী হওয়ার অনেক দিক রয়েছে। এজন্য প্রয়োজন আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা। শুধু বাংলাদেশই নয় দক্ষিণ এশিয়ার অনেক দেশ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যায় পড়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এসময় তিনি নারীর ক্ষমতায়নে বাংলাশের অর্জনকে একটি মাইলফলক উল্লেখ করে বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার আরও জোরালোভাবে কাজ করবে।