নেপাল থেকে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এখন সময় হয়েছে সার্কভুক্ত দেশসমূহের এক রাষ্ট্রের মানুষের সাথে অন্য রাষ্ট্রের মানুষের সরাসরি সংযোগ করার। এই সংযোগ বৃদ্ধিতে পর্যটন শিল্পের বিকাশ একটি মাধ্যম হতে পারে বলে মনে করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রীয় গৃহ সভাতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ এ প্রতিপাদ্যে নেপালে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন।
মোদি তার বক্তব্যে বলেন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে শিক্ষাকে আমরা কাজে লাগাতে পারি। সার্ক বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে তখনই দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয় হবে যখন সার্কভুক্ত প্রতিটি রাষ্ট্রের অন্তত একটি বিশ্ববিদ্যালয় সার্ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লিঙ্কড (সংযুক্ত) থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
২০০৮ সালে ভারতের মুম্বাইতে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করে মোদি বলেন, এরকম হামলা যেকোনো দেশে হতে পারে। এ জাতীয় সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করে মোদি বলেন, বিনিয়োগ এবং সহযোগিতার মাধ্যমে যেকোনো অনাকাঙ্খিত প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব।
ভারতীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঘোষণা করেন, সার্কভুক্ত দেশসমূহকে নিয়ে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্মেলন। চিকিৎসার জন্য ভারতে যেতে সার্ক দেশসমূহের জন্য মেডিকেল ভিসা চালু করবে তার সরকার।
তার বক্তব্যের শেষ লাইনে তিনি শান্তি ও উন্নয়নের জন্য বিদ্বেষপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান