ঢাকা : নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক ডিজি সহিদুর রহমান।
বুধবার বিকেলে ৫ টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
সহিদুর রহমান বলেন, ‘আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমার চাকুরি হয়েছে মুক্তিযোদ্ধা কোঠায়। যুদ্ধের সময় আমি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছি’। কিন্তু কেন মুক্তি বার্তায় তার নাম নেই, এ কথার কোনো জবাব দিতে পারেননি তিনি।
দুটি জাতীয় পত্রিকার নাম উল্লেখ করে তিনি বলেন, ‘পত্রিকার সংবাদের ভিত্তিতে দুদক আমার বিরুদ্ধে অনুসন্ধান করছে। অভিযোগে বলা হয়েছে, আমার পিতা রাজাকার ছিলেন। সত্য হলো এই যে, আমার বাবা মুক্তিযুদ্ধের অনেক আগে মারা গেছেন। তাহলে আমার বাবা রাজাকার হলেন কীভাবে?’
এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক নথিভুক্তির মাধ্যমে নিষ্পিত্তি করেছে বলেও জানান তিনি।
অভিযোগে বলা হয়েছে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই পাউবোর ডিজি সহিদুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে সাময়িক সনদপত্র নিয়েছেন। আর এই সনদের বলেই তিনি অবৈধভাবে প্রায় দু’বছর (বর্ধিত সময়) চাকরি করছেন।
এই অভিযোগ ছাড়াও পাউবোর সাবেক ওই ডিজির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে দুদক।
পাউবোর সাবেক ডিজি সাহিদুর রহমানের বিরুদ্ধে গত মে মাসের শেষের দিকে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান