চুয়াডাঙ্গা : দুপুরে বাংলাদেশি কৃষক ইজাজুলকে পিটিয়ে বিকেলে ক্ষমা চেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ জন্য ক্ষমা চেয়েছেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গ্যেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দীপক থাপ্পা।
দুপুরে কৃষক ইজাজুলকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং সাউন্ড গ্রেনেড ও গুলি বর্ষণের ঘটনায় জন্য এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত দীর্ঘ এক ঘণ্টাব্যাপি সীমান্তের ৮০ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ’র মধ্যে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন; চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়নের ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার।
ভারতের পক্ষে ছিলেন নদীয়া জেলার চাপড়া থানার গ্যেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দীপক থাপ্পা। বৈঠকে এ ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা এবং দোষী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়।
বুধবার দুপুরে একই সীমান্তে বিএসএফ বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করে জমিতে কৃষিকাজরত অবস্থায় ইজাজুলকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
তার চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে বিএসএফ পরপর তিনটি সাউন্ড গ্রেনেড ও তিন রাউন্ড গুলি বর্ষণ করে চলে যায়। বিজিবি তাৎক্ষণিকভাবে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিলে বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান