লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক আহেদুল ইসলাম অবশেষে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আহেদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
অপর দিকে যুবলীগ নেতা আহেদুলসহ ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।
হাতীবান্ধা থানার উপ পরিদর্শক আনিছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আহেদুল ইসলামকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
এদিকে হাতীবান্ধা উপজেলা যুবলীগের সভাপতি হামিদুল ইসলাম জানান, অভিযুক্ত ওই দুই যুবলীগ নেতাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে স্থানীয় আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ অনুরোধ করেছেন।
উল্লেখ্য, হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আনিছার রহমান চলতি বছর একটি মাটিকাটা প্রকল্পের কাজ পান। সে কাজটি পাওয়ার পর থেকেই ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আহেদুল ইসলাম ইউপি সদস্য আনিছার রহমানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
এ অবস্থায় সোমবার বিকেলে দৈখাওয়া বাজারে আনিছার রহমানকে একা পেয়ে তার ওপর হামলা চালায় যুবলীগ নেতা মিজানুর ও আহেদুলসহ তার দলবল। এ সময় তারা ইউপি সদস্য আনিছার রহমানকে বেধড়ক মারধর করে শার্ট ও প্যান্ট ছিঁড়ে ফেলেন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ওই ইউপি সদস্য যুবলীগ দুই নেতার বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ এনে মামলা করেন।
বিষয়টি জানার পর হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ অভিযুক্ত যুবলীগ নেতাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুয়ায়ী ব্যবস্থা নিতে উপজেলা যুবলীগকে নিদের্শ দেন। পাশাপাশি তাদের গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসানকে অনুরোধ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান