গাজীপুর : প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণ বিধি নিয়ে গাজীপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসীনের সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন; প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলা তথ্য কর্মকর্তা নাছিমা আক্তার।
এছাড়া মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল আইন ১৯৭৪, প্রেস কাউন্সিল প্রণীত আচরণ বিধি, সাংবাদিকদের জন্য সনদপত্র প্রদান ও সাংবাদিক কল্যাণ ফান্ড বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা তাদের মতামত উপস্থাপন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান