ঢাকা : স্বৈরাচারী সরকারের বিদায় হলে শহীদ মিলনের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, অন্যায়ভাবে গণতন্ত্রকে রুদ্ধ করে ক্ষমতায় বসা যায় কিন্তু তা বেশি দিনের জন্য নয়।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘গণতন্ত্র ও ডা. মিলন’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৪তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী বলেন, শহীদ মিলন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন। কিন্তু আজ দেশে যে ধরনের সরকার বিরাজমান তা দেখে মিলনের আত্মা কষ্ট পাচ্ছে। তার আত্মাকে শান্তি দিতে হলে আবারো সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে এবং এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।
তিনি বলেন, ডা. মিলনের ইতিহাস একটি বিপ্লবের ইতিহাস। তিনি ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে জীবন দিয়েছেন।
তিনি আরো বলেন, এরশাদ একজন ভ-, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী। তাকে সঙ্গে নিয়ে সরকার গঠনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হতে পারলে আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হবো।
৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ৫ জানুয়ারি একটা প্রহসনের নির্বাচন দেখেছে জাতি। যে নির্বাচনে পাঁচ ভাগ ভোট পরেনি সেই নির্বাচনকে বৈধতা দিয়ে নির্বাচন কমিশনও মস্ত বড় অপরাধ করেছে। ইতিহাস তাদেরও কোনো দিন ক্ষমা করবে না। কেউ যদি মনে করেন সঠিক ইতিহাস কোনো দিন লেখা হবে না তাহলে ভুল করবেন। একদিন বাংলাদেশের সঠিক ইতিহাস, স্বৈরাচার বিরোধীদের ইতিহাস লেখা হবে। সেদিন জাতি কাউকে ক্ষমা করবে না।
ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান