ঢাকা : গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় আদালতে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে।
বুধবার বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুছ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।
এর আগে ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী এডভোকেট সগির হোসেন লিয়ন।
উল্লেখ্য, এর আগে এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন আদালত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান