সিলেট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লতিফ সিদ্দিকীর ইস্যুতে সরকার কাউকে রাজনীতি করতে দেয়নি, দেবেও না। লতিফের গর্হিত বক্তব্যের পর থেকেই তার ব্যাপারে সরকার কঠোর।
বুধবার বিকেলে সিলেট নগরীর চন্ডীপুরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
লতিফ সিদ্দিকীর বিচার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, লতিফের সংসদ সদস্য পদ থাকবে কি না, সেটা স্পিকার জানেন। লতিফের ফাঁসি হবে কি হবে না, সেটা আদালতের বিষয়। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, শাবিপ্রবির ঘটনায় প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমিও প্রধানমন্ত্রীর এই নির্দেশের সঙ্গে একমত। এ ব্যাপারে দ্রুতই কঠোর ব্যবস্থা নেয়া হবে। অপরাধীকে ধরা হবে।
এর আগে ওবায়দুল কাদের বুধবার বেলা ২টায় নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সিলেটের বিমানবন্দর সড়কে ইজিবাইক চলাচল করতে দেখে নিজের গাড়ি থামিয়ে ১০টি ইজিবাইক আটক করে পুলিশে দিয়েছেন ওবায়দুল কাদের।
অভিযানকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান