ফারুক আহম্মেদ সুজন : ছিটমহল বিনিময়ে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরার মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি এবং ২০১১ সালে হাসিনা-মনমোহনের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রটোকল ভারতের পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এজন্য ভারতের সংবিধান সংশোধন সংক্রান্ত ‘দি কনস্টিটিউশন (ওয়ান হান্ড্রেড এন্ড নাইনটিনথ অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৪’ রাজ্যসভায় সংশোধন হয়ে শীতকালীন অধিবেশনে উত্থাপিত হবার কথা রয়েছে।
সোমবার ভারতের রাজ্যসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন চলাকালীন সময়ে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারতের রাজ্যসভায় বিলটি উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এ খবরে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে অবস্থিত ১৬২টি ছিটমহলের অধিবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। তারা এখন অধীর আগ্রহে ভারতের রাজ্যসভায় বিলটি উত্থাপন এবং লোকসভায় বিলটি পাশ হয়েছে এমন খবর শোনার জন্য উন্মুখ হয়ে আছেন।
কেননা সংবিধান সংশোধন হয়ে বিল পাশ হলে ছিটমহলের অধিবাসীদের দীর্ঘ ৬৭ বছরের অবরুদ্ধ জীবনের অবসান ঘটবে। এ ছিটমহলবাসীরা ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর থেকে অবরুদ্ধ জীবন-যাপন করছেন।
সূত্র জানায়, এবারের অধিবেশন উত্থাপনের জন্য প্রস্তুতকৃত বিলগুলির মধ্যে ‘দি কন্সটিটিউশন (ওয়ান হান্ড্রেড এন্ড নাইনটিনথ অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৪’ কার্যতালিকার ৭ নম্বরে রয়েছে বলে জানা যায়।
এছাড়া বাংলাদেশ-ভারতের ভূ-খণ্ডের অভ্যন্তরে ১৬২ টি ছিটমহল রয়েছে। এরমধ্যে বাংলাদেশের ৫১ টি ছিটমহল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার অভ্যন্তরে এবং ভারতের ১১১ টি ছিটমহল বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত।
তবে প্রত্যেক স্ব-স্ব দেশের মূল ভূ-খণ্ডের সঙ্গে এসব ছিটমহলের সরাসরি কোনো যোগাযোগ নেই। নেই কোনো রাষ্ট্রীয় কর্তৃত্ব। ফলে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে ছিটমহলবাসীরা অবরুদ্ধ জীবনযাপন করে আসছেন।
এ ছিটমহল বিনিময়ে ১৯৫৮ সালে নেহেরু-নুন চুক্তি হয়েছিল। পরবর্তীতে এই চুক্তি বাস্তবায়ন কার্যকরের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরপর ছিটমহল বিনিময়, অমীমাংসিত সীমান্ত ও অপদখলীয় জমি নিয়ে সমস্যা সমাধানে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরার মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে এই চুক্তি বাংলাদেশের পার্লামেন্টে অনুমোদিত হলেও ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন দেখা দেওয়ায় তাদের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন হয়নি।
ফলে ওই চুক্তির বাস্তবায়ন আটকে যায়। এরপর তিন বিঘা করিডোর নিয়ে ১৯৯২ সালে খালেদা-রাও চুক্তি হলেও ছিটমহল বিনিময়ের কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন নিয়ে হাসিনা-মনমোহনের মধ্যে প্রটোকল স্বাক্ষরিত হয়।
এরপর ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি ও ২০১১ সালে সই করা প্রটোকলের বিধানগুলো কার্যকর করতে পার্লামেন্টে অনুমোদনের জন্য সংবিধান সংশোধন বিল ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি অনুমোদন করে ভারতের মন্ত্রীসভা।
তারই ধারাবাহিকতায় ওই বছর ভারতের রাজ্যসভায় বিলটি উত্থাপিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতায় তা হয়নি।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতের ছিটমহল দাশিয়ারছড়ার অধিবাসী মো. গোলাম মোস্তফা জানান, এবার ছিটমহলবাসীদের দীর্ঘদিনের অবরুদ্ধ জীবনের অবসান হবে এ আশায় বুক বেঁধে আছেন সকলেই। ভারতের রাজ্যসভায় বিল উত্থাপনের খবরে ছিটমহলগুলোতে আনন্দের জোয়ার বইছে।
এছাড়া আগামী ২৬ নভেম্বর লালমনিরহাট পাটগ্রামের ১৬ নং ভারতীয় ছিটমহল ভোটবাড়িতে তাদের কর্মসূচি রয়েছে। সেদিন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি, ভারত ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্তও উপস্থিত থাকবেন বলে জানান গোলাম মোস্তফা।
তিনি আরও জানান, গত ২০১২ সালের জুলাই মাসে তাদের কমিটির উদ্যোগে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১ টি ছিটমহলে জরিপ করেছিলেন। তাতে এই ছিটমহলগুলোর ৩৭, ৩৬৯ জন অধিবাসীর মধ্যে মাত্র ৭৪৩ জন ভারতের নাগরিক হতে চেয়ে তাদের মূল ভূ-খণ্ডে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি সবাই বাংলাদেশে থাকতে এবং এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য আগ্রহ ও সম্মতি প্রকাশ করেছেন। এজন্য তারা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসছেন।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি, ভারত ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১ টি ছিটমহলেও আনন্দের জোয়ার বইছে। জরিপে এখানকার ছিটমহলগুলোর কেউ বাংলাদেশের নাগরিকত্ব চান না বলে মত প্রকাশ করেছেন। ফলে ছিটমহল বিনিময়ে নাগরিকত্ব নিয়ে কোন সমস্যা নেই। ভারতের পার্লামেন্টে চুক্তি অনুমোদিত হলে খুব সহজেই ছিটমহল বিনিময় করা সম্ভব হবে বলে জানান।
উল্লেখ্য, বাংলাদেশের ভূ-খণ্ডের অভ্যন্তরে ভারতের কুচবিহার জেলাধীন ১৭, ২৫৮ দশমিক ২৪ একর আয়তনের ১১১ টি ছিটমহল রয়েছে। অনুরূপভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার মেকলিগঞ্জ, মাথাভাঙ্গা, শীতলকুচি, দিনহাটা ও তুফানগঞ্জ থানার ভূ-খণ্ডের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ টি ছিটমহল আছে।