দু’দেশের সম্পর্ক আরও বৃদ্ধি এবং আঞ্চলিক সন্ত্রাস প্রতিরোধে ভারতীয় বিজেপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট বি এস ইয়েদিরুপ্পার সাথে বৈঠক করেছে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকেলে দিল্লির অশোকা রোডে বিজেপির সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি বর্তমানে দিল্লিতে অবস্থান করছে।
বৈঠকে ইয়েদিরুপ্পার নেতৃত্বে বিজেপির পররাষ্ট্র সেলের প্রধান বিজয় চৌথালে উপস্থিত ছিলেন। সে সময় জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়। দু’দেশের সম্পর্কোন্নয়নে উভয়ের করণীয়ও উঠে আসে। এছাড়া দুই দেশের নানা অমীমাংসিত ইস্যু আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করেন ইয়েদিরুপ্পা।
আঞ্চলিক সন্ত্রাসবাদ প্রতিরোধে দুই দেশের ভূমিকা ও এক যোগে কাজ করার বিষয়টি আলোচনায় বারবার উঠে আসে।
এর আগে মঙ্গলবার সকালে দিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সফর করেন প্রতিনিধি দলটি। সেখানে এই ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। বিবেকানন্দ ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে সামরিক কর্মকর্তা, রাজনীতিক, অর্থনীতিবিদ সদস্যসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে এক ঘণ্টার একটি বৈঠক করেন। সেখানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও ভারতের সঙ্গে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়।
এর পর প্রতিনিধি দলটি ভারতের সীমান্ত সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী থাংরের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এতে লোকসভার ২০ সদস্যসহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা অংশ নেন। সে সময় সীমান্ত বিষয়ক নানা আলোচনা করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।
সন্ধ্যায় লোকসভার ডেপুটি স্পিকার এম থামবিদুরাইয়ের সঙ্গে এক চা চক্রে অংশ নেয় সংসদীয় প্রতিনিধি দলটি। সেসময় আলোচনায় উভয় দেশের সংসদীয় দলের নিয়মিত মত বিনিময়ের প্রয়োজনীয়তা ও আরও বেশি বেশি সফরের বিষয়টি উল্লেখ করা হয়।
আট সদস্যের প্রতিনিধি দলে ফারুক খানের সঙ্গে ছিলেন সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পংকজ দেবনাথ, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, নাহিম রাজ্জাক, মাহজাবিন খালেদ, শফিকুল ইসলাম শিমুল।
এছাড়া এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন মোহাম্মদ এ আরাফাত এবং সুজিৎ নন্দী।
উল্লেখ্য, গত ২২ তারিখে এই দলটি ভারত সফরে যায়। সফরের প্রথম দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে। গত সোমবার কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও এক বৈঠকে মিলিত হন তারা।