কাঠমান্ডু, নেপাল থেকে : সার্ককে ফলপ্রসূ করতে গঠিত হচ্ছে সাউথ এশিয়ান ইকোনোমিক ইউনিয়ন বা দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন। প্রত্যাশিত তিনটি চুক্তি না হওয়ায় ১৮তম সার্ক সম্মেলনে অর্থনৈতিক অঞ্চল গঠনের দিকেই একমত হয়েছেন সার্ক সদস্য দেশগুলো।
তবে ইউনিয়ন গঠনে এডিবির একটি সমীক্ষাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সার্ক মিনিস্টার কউন্সিল সদস্যরা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীও জানিয়েছেন ইউনিয়ন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত সার্ক কাউন্সিল মিনিস্টারদের ৩৬ তম সেশনের ১ম দিনের বিরতির পরে সন্ধ্যা ছয়টায় সাংবাদ সম্মেলন করেন বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী। সেখানে তিনি বলেন, তিনটি চুক্তির মধ্যে দুটি চুক্তি আপাতত হচ্ছে না।
বিদ্যুৎ সংক্রান্ত চুক্তির আশা আমরা ছাড়িনি। বাংলাদেশ শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে বিদ্যুৎ চুক্তি নিয়ে আলোচনা করার জন্য মিনিস্টার কাউন্সিল থেকে সুপারিশ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, চুক্তি একটি দীর্ঘ মেয়াদী প্রসেস (প্রক্রিয়া)। কয়েকটি দেশের প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় চুক্তি গুলো আপাতত হচ্ছে না। আমরা আলোচনা করেছি। এটা অব্যাহত থাকবে।
বাংলাদেশে পর্যটন বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিয়েছি উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, এক্ষেত্রে স্বাভাবিক কিছু নিয়ম ঠিক রেখেই বিনিয়োগের জন্য অনুমোদন দেওয়া হবে। সার্কের সদস্য রাষ্ট্রগুলো আমাদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
তবে বৈঠক সূত্র নিশ্চিত করেছে যে, সার্ক রাষ্ট্রগুলোর মধ্যে নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহনে সার্ক মোটরযান চুক্তি এবং আঞ্চলিক রেলওয়ে চুক্তি দুটি এবারের সম্মেলনে স্বাক্ষর হচ্ছে না। পাশাপাশি হচ্ছে না বিদ্যুৎ চুক্তিও। শেষ পর্যন্ত তা গড়িয়ে দেওয়া হয়েছে সার্ক নেতাদের টেবিলে। যেহেতু চুক্তি স্বাক্ষর হচ্ছে না তাই সার্কের মন্ত্রীরা বাণিজ্যিক সর্ম্পক বৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছে।
এমন একটি বিষয় বের করা হয়েছে যেটি ৮ সদস্য রাষ্ট্র ঐক্যমতে পৌঁছাতে পারে। এজন্য পূর্বেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি)র সাহায্যে সার্ক সচিবালয় সার্কের দেশ সমূহের মধ্যে বাণিজ্যর ওপর একটি সমীক্ষা ও গবেষণা করেছে। এডিবির অর্থায়নে পরিচালিত বাণিজ্যিক এ গবেষণায় কয়েকটি বিষয় উঠে এসেছে বলে জানিয়েছে সূত্রটি।
গবেষণায় উল্লেখ করা হয়, সার্ক অঞ্চলের দেশ সমূহের মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধিতে কয়েকটি মেগা (বড়) প্রকল্প নিতে হবে। পারস্পরিক বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য এগিয়ে যাবে। এই লাইনটিকে বেশি গুরুত্ব দিচ্ছে সার্কের বর্তমান স্টান্ডিং কমিটি ও কাউন্সিল মিনিস্টারের সদস্যরা। এ ক্ষেত্রে কাজে লাগাতে চাচ্ছে সার্কের বর্তমান পর্যবেক্ষক রাষ্ট্রগুলোকে।
সূত্র জানায়, বৈঠকে আলোচনা করা হয়েছে সার্কের বড় প্রকল্পে যে সব দেশ অর্থনৈতিক ভূমিকা রাখবে সে অনুযায়ী তাদের র্যাটিফাইং (আনুষ্ঠানিক স্বীকৃতি) করা হবে। তখন নির্ধারণ করা হবে সার্ক পর্যবেক্ষক দেশ সমূহের ভূমিকা কি হবে।
চীনকে সার্কের স্থায়ী সদস্য করার দবির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন, এবারের সম্মেলনে চীনকে সদস্য না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কাউন্সিল মিনিস্টারদের বৈঠকে।
বর্তমানে সার্কের পর্যবেক্ষক দেশ সমূহের নীতি নির্ধারণ বা স্বীকৃত কোনো ফোরামে আলোচনার সুযোগ নেই। তাই এবারের সার্ক শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক নয়টি দেশ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা অতিথি রাষ্ট্র হিসেবে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না বলে জানা গেছে।
বর্তমানে আলোচনা চলছে সার্ক উন্নয়ন তহবিলকে আরো কার্যকর করা, কৃষি, খাদ্য নিরাপত্তা, পরিবেশ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৌশল ও নীতি নির্ধারণ ঠিক করার। সিদ্ধান্ত হয়েছে সার্ক সিড ও ফুড ব্যাংককে আপদকালীন কাজে লাগানোর বলে জানা গেছে।
সার্ক কাউন্সিল মন্ত্রীদের সেশনে গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সার্ক শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থাপন করা হবে। শীর্ষ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বুধববার (২৬ নভেম্বর)। ২৭ নভেম্বর হবে সার্ক সম্মেলনের সমাপনী অধিবেশন।