ঢাকা : চলতি সংসদে মুরতাদদের শাস্তির আইন পাস করে ১০ দিনের মধ্যে লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে সম্মিলিত ইসলামি দলসমূহ।
মঙ্গলবার বিকেলে এক জরুরি বৈঠকে ইসলামি দলসমূহের নেতৃবৃন্দ এ আল্টিমেটাম দেন।
নেতৃবৃন্দ বলেন, স্বঘোষিত ধর্মদ্রোহী মুরতাদ লতিফকে শুধু জেলখানায় বন্দি রাখলে চলবে না, সংসদের চলতি অধিবেশনেই মুরতাদদের দৃষ্টান্তমূলক শাস্তি সম্বলিত আইন প্রণয়ন করে সে আইনে আগামী ১০ দিনের মধ্যে মুরতাদ লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় লাগাতার কঠোর কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করবে বলেও তারা হুমমি দেন।
ইসলামি দল সমূহের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খানের সভাপত্বিতে নিজস্ব কার্যালয়ে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, এড. আব্দুল মোবিন, কাজী আবূল খায়ের, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, মাওলানা তাজুল ইসলাম কাওসারী ও মুফতি মিজানুর রহমান প্রমুখ।