ঢাকা : জাতীয়তাবাদী শিক্ষাবিদ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১১টার দিকে এ মতবিনিময় সভা শেষ হয়।
এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক এম এম মাজেদ, অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রফ চৌধুরী, অধ্যাপক মবিন খান, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক আনোয়ারুউল্লাহ চৌধুরী, অধ্যাপক এম এ ফারুক, অধ্যাপক খন্দকার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক রাশেদুল হাসান, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক ফেরদৌস আহমেদ, প্রকৌশলী মো. ইসহাক, সাংবাদিক ড. মাহফুজুল্লাহ, সাংবাদিক আব্দুল হাই শিকদার, সাংবাদিক এরশাদ মজুমদার, সাংবাদিক শওকত মাহমুদ, সাংবাদিক মহিউদ্দিন আলমগীর, ছড়াকার আবু সালেহ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, ড. এ জেট এম জাহিদ হোসেন, কবি আল-মাহমুদ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামীদিনের আন্দোলন নিয়ে মতামত তুলে ধরেছেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া।