রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার জীবতলি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শ্যামল চাকমা(৩৫)।
তবে আহতদের নাম পরিচয় পাওয়া য়ায়নি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, বিকেল থেকে সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিটি ‘জেএসএস’(সন্তু লারমা) পক্ষ ও এমএন লারমা পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়।
এই গোলাগুলিতে প্রায় দুই হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানান তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি এস এমজির ম্যাগজিন, ৬৬ রাউন্ড তাজা গুলি ও ৮২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।