গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি অতি পুরাতন হওয়ায় তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এখন খোলা আকাশের নিচে লেখাপড়া করছে শিক্ষার্থীরা।
জানা গেছে, হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। আর ২০০৬ সাল থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যালয় ভবনটিতে শিক্ষার্থীরা পড়াশোনা করে।
ভবনের চার পাশে ভয়াবহ ফাটল এবং প্রতিনিয়ত ছাদ ধ্বসে পড়ায় অভিভাবকরা চাপ সৃষ্টি করলে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ভবনটিতে লেখাপড়া বন্ধ করে দেয়। এতে অতিরিক্ত কোন শ্রেণী কক্ষ না থাকায় এখন খোলা আকাশের নিচেই লেখাপড়া চালানো হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া বলেন, কয়েক বছরে বেশ কয়েকটি অভিযোগ করা হলেও এখনও কোন পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ। বিদ্যালয়টিতে ২৫৩ জন শিক্ষার্থী লেখাপড়া করলেও ৪ জন শিক্ষক কম থাকায় ২ জন শিক্ষক নিয়ে কর্যক্রম চলছে। এদিকে স্যানিটেশন ব্যবস্থা না থাকায় নানান সমস্যা দেখা দিয়েছে।
বিদ্যালয়ের সভাপতি সালেক মিয়া বলেন, এ ব্যাপারে জেলা ও থানা শিক্ষা অফিসে অভিযোগ জানিয়েও আজ পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি। ফলে এর বিরূপ পরিবেশেও লেখাপড়া শিখতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। এতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ হারাচ্ছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান