যশোর : যশোরের বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের বনগাঁ থানার হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে আটক ৬ বাংলাদেশিকে বেনাপোল আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিজিবি’র কাছে তাদের হস্তান্তর করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ভারতের হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ না করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
আটককৃতরা হলো; শিপন (৩৫), নিতাই মন্ডল (৩২), মালা মন্ডল (২১), অনকিতা মন্ডল (০১) ও ভবির বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুনগী বাড়ি থানার পাবলা গ্রামে। অপর ২ জন হলো রিনা বেগম (৩৫) ও বিনতি সরকার (৩২) এদের বাড়ি বাগেরহাট জেলার মোল্যাহাট থানার শোলকনা গ্রামে। বিজিবি তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।