অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি ৫ আসামি

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার ৬ জনের মধ্যে ৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। মঙ্গলবার রাজশাহীর আদালতে তাদের উপস্থিত করা হলে তারা কোনো জবানবন্দি দেয়নি।

রাজশাহী মহানগর কোর্ট পরিদর্শক আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আটকের পর ঢাকায় র‌্যাবের উপস্থিতিতে গণমাধ্যমের সামনে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করছিল তারা।

মঙ্গলবার দুপুরে ৫ জনকে রাজশাহীর তিনটি আদালতে পৃথকভাবে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সামনে এ হত্যাকাণ্ডের সঙ্গে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্বীকৃতি জানায়। ফলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড না করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার জানান, রাজশাহী মহানগর পুলিশ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেনের মাধ্যমে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য তাদের আদালতে নেয়া হয়। তবে আদালতের সামনে তারা জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়। ফলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। তবে বগুড়া থেকে গ্রেফতার চাপাতি বিক্রেতা অমল কুমার কর্মকারের জবানবন্দি সাক্ষী হিসেবে রেকর্ড করেছে আদালত।

উপকমিশনার আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের মাধ্যমে দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে হাজির করা হয়। এরা হলো-হত্যাকাণ্ডের ‘মূলহোতা’ মানিক বাহিনীর প্রধান আরিফুল ইসলাম মানিক, আব্দুস সালাম পিন্টু, সিরাজুল ইসলাম কালু, সবুজ ও মামুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক খালিদ হাসান খানের কাছে আসামি আরিফুল ইসলাম মানিক ও সবুজকে হাজির করা হয়। এছাড়া আদালত-৩ এর বিচারক শারমিন আক্তার আসামি আব্দুস সালাম পিন্টু ও সিরাজুল ইসলাম কালুর এবং আদালত-৫ এর বিচারক জয়ন্ত রানী আসামি মামুন ও সাক্ষী অমল কর্মকারকে হাজির করা হয়। তবে অস্বীকৃতি জানানোয় আদালত জবানবন্দি রেকর্ড না করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শুধুমাত্র সাক্ষী হিসেবে অমল কর্মকারের জবানবন্দি রেকর্ড করা হয়।

এদিকে, ঘটনার পর পুলিশের হাতে গ্রেফতার শিবির কর্মী আরিফ, সাগর ও জিন্নাহকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে মঙ্গলবার আবারো সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদের রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন মহানগর হাকিমের আদালত-৩।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পর দিন রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি ৫ আসামি

আপডেট টাইম : ০৮:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার ৬ জনের মধ্যে ৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। মঙ্গলবার রাজশাহীর আদালতে তাদের উপস্থিত করা হলে তারা কোনো জবানবন্দি দেয়নি।

রাজশাহী মহানগর কোর্ট পরিদর্শক আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আটকের পর ঢাকায় র‌্যাবের উপস্থিতিতে গণমাধ্যমের সামনে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করছিল তারা।

মঙ্গলবার দুপুরে ৫ জনকে রাজশাহীর তিনটি আদালতে পৃথকভাবে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সামনে এ হত্যাকাণ্ডের সঙ্গে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্বীকৃতি জানায়। ফলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড না করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার জানান, রাজশাহী মহানগর পুলিশ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেনের মাধ্যমে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য তাদের আদালতে নেয়া হয়। তবে আদালতের সামনে তারা জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়। ফলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। তবে বগুড়া থেকে গ্রেফতার চাপাতি বিক্রেতা অমল কুমার কর্মকারের জবানবন্দি সাক্ষী হিসেবে রেকর্ড করেছে আদালত।

উপকমিশনার আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের মাধ্যমে দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে হাজির করা হয়। এরা হলো-হত্যাকাণ্ডের ‘মূলহোতা’ মানিক বাহিনীর প্রধান আরিফুল ইসলাম মানিক, আব্দুস সালাম পিন্টু, সিরাজুল ইসলাম কালু, সবুজ ও মামুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক খালিদ হাসান খানের কাছে আসামি আরিফুল ইসলাম মানিক ও সবুজকে হাজির করা হয়। এছাড়া আদালত-৩ এর বিচারক শারমিন আক্তার আসামি আব্দুস সালাম পিন্টু ও সিরাজুল ইসলাম কালুর এবং আদালত-৫ এর বিচারক জয়ন্ত রানী আসামি মামুন ও সাক্ষী অমল কর্মকারকে হাজির করা হয়। তবে অস্বীকৃতি জানানোয় আদালত জবানবন্দি রেকর্ড না করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শুধুমাত্র সাক্ষী হিসেবে অমল কর্মকারের জবানবন্দি রেকর্ড করা হয়।

এদিকে, ঘটনার পর পুলিশের হাতে গ্রেফতার শিবির কর্মী আরিফ, সাগর ও জিন্নাহকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে মঙ্গলবার আবারো সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদের রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন মহানগর হাকিমের আদালত-৩।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পর দিন রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।