সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার প্যাকেট ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি ইঞ্জিন নৌকা জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়াইন হাওড় এলাকা থেকে উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে এসব মাদক জব্দ করা হয়।
তবে এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের আটক করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা স্থানীয় এক সন্ত্রাসীর ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ও শ্রীপুর বাজারে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, নাসির উদ্দিন বিড়িসহ ভারতীয় বিভিন্ন পণ্য মজুদ রেখে অবাধে ব্যবসা চালিয়ে আসছে। ওই চক্রটি একাধিকবার মাদকের চালান নিয়ে পুলিশ, বিজিবি ও ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়লেও কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে বর্তমানে অনেকটা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে এ অবৈধ ব্যবসা।
ইতিপূর্বে দশগাঁও নয়াবন্দ দারুল উলুম মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছিত, শ্রীপুর গ্রামের মহিবুর রহমান (১২) নামের এক শিশুকে জোরপূর্বক মাদক সেবন করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে এই চক্রটি এলাকায় জানান দেয় তাদের অবস্থান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান খাঁন জানান, তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।