কুষ্টিয়া : ১৬ ডিসেম্বর বিজয় হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, তাই আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
মঙ্গলবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সৈয়দ আশরাফুল বলেন, আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক সংগঠন নয়, আওয়ামী লীগ একটি অনুভূতি। আওয়ামী লীগে কোনো যুদ্ধাপরাধী নেই। তাই এই দলের নেতাকর্মীরা মাথানিচু করে থাকলে চলবে না।
তিনি বলেন, একটি মহল বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করেছে এবং ইতিহাস বিকৃত করছে, কারণ, যারা এই বংলাদেশের সৃষ্টিকে মানতে পারেনি, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কোনোদিন সহ্য করতে পারেনি।
দেশের প্রতিটি অর্জনেই আওয়ামী লীগের ভূমিকা রয়েছে উল্লেখ করে আশরাফ বলেন, সরকার গঠনের পর থেকেই আওয়ামী লীগ জনগণের দল হিসেবে কাজ করছে।
যে কোন জেলার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নেতাকর্মীদের ইচ্ছাকেই গুরুত্ব দেয়া হয় বলে জানান সৈয়দ আশরাফ। দলকে সাংগঠনিকভাবে গতিশীল করতে দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এ সম্মেলনে সংরক্ষিত আসনের মহিলা এমপি লাইলা আরজুমান্দ বানুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় নেতা খালেদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দ আশরাফ।
এরপর কুষ্টিয়া ঐতিহ্যবাহী বাউল সম্রাট লালন শাহের সংগীত পরিবেশন করে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেয়া হয়।