ইবি: ভর্তিচ্ছু ছাত্রীকে যৌন হয়রানি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের তরিকুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটক করেছে ইবি থানা পুলিশ। এদিকে তাকে ছাড়াতে বিভাগীয় সভাপতি থানায় দৌড়ঝাঁপ শুরু করেছে।
ইবি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভর্তি পরীক্ষা চলাকালে বিকেল ৪টার দিকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে তরিকুল কয়েকজন মেয়ের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলো। এ সময় শাম্মী (ছদ্মনাম) নামের এক ছাত্রীকে নানা ধরনের অশালীন মন্তব্য ও আপত্তিকর কথাবার্তা বলে তরিকুল।
টহলরত ভ্রাম্যমাণ আদালত দেখে সেখানে যৌন হয়রানির অভিযোগ করে ওই ছাত্রী। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত তরিকুলকে আটক করে ইবি থানায় পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ওই ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে তরিকুলকে আটক করা হয়েছে। তবে এখনো তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে আমরা বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।
তরিকুল আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহজাহান মন্ডলের একান্ত আস্থাভাজন ছাত্র। এমনকি তরিকুলকে সঙ্গে নিয়ে তাকে ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শকের দায়িত্বও পালন করতে দেখা গেছে।
এজন্যই যৌন হয়রানির দায়ে আটক হওয়া আইন বিভাগের ছাত্র তরিকুলকে থানা থেকে ছাড়িয়ে নিতে ওই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহজাহান মন্ডলসহ কতিপয় শিক্ষক দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, তরিকুলের বিরুদ্ধে ইতিপূর্বেও যৌন হয়রানি ও মদ্যপানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান