বাংলার খবর২৪.কম,গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩৫ জন। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় জানা যায়নি।
রোববার রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা গ্রামের বাসের হেলপার পলাশ ওরফে তোরাব আলি (৩০) ও মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামে আশরাফ আলীর স্ত্রী আবেজান বেগম (৪৫)।
আহতরা হলেন- হাফিজুর (৩২), ফুরফুরি বেগম (৭০), কার্তিক কুন্ড (৪৫), সামস (৫০), আজাদ (৪০), এনামুল (২৫), বাসের সুপারভাইজার আব্বাস (৩৫), মরিয়ম (৩০), সালাম (৩২), দেলোয়ার (২৮), হেলাল (১৮), হেলেনা (২১) ও আশরাফ (২৮)। আহত ২০ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মাদারীপুরের রাজৈর হাসপাতালে ও টেকেরহাট ক্লিনিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের সকলের বাড়ী মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার বিভিন্ন গ্রামে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে একটি সাথে ধাক্কা লাগে। এতে মহাসড়কের খাদে পড়ে গেলে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলে বাসের হেলপার পলাশ মারা যান। এসময় আহত হয় আরো ৩৫ জন।
পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণকালে আবেজান বেগম মারা যান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান