লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের মাঝে সিলোকোসিস রোগ যেন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। মৃত্যু যেন তাদের পিছু ছাড়ছে না। এই রোগে এ পর্যন্ত মোট ৪০ জন প্রাণ হারিয়েছেন। মৃত্যু আতঙ্কে রয়েছেন আরো প্রায় দেড় শতাধিক শ্রমিক।
মঙ্গলবার সকাল ১১টায় সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে বুড়িমারী স্থলবন্দরের নুরুজ্জামান (৩৫) নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নুরুজ্জামান পাটগ্রাম উপজেলার ৮নং বুড়িমারী ইউনিয়নের উফারমারা বামনদল এলাকার সেরাজ উদ্দিনের ছেলে। নিহত নুরুজ্জামানের স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে।
নিহত নুরুজ্জামানের সহকর্মী মোমিন আলী ও পারিবারিক সূত্র জানা যায়, তাকে ঢাকা জাতীয় বক্ষব্যধি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ১৫ দিন তার চিকিৎসা চলে। নুরুজ্জামানের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে রোববার তাকে বাড়িতে নিতে চিকিৎসকরা পরামর্শ দেন। সোমবার বাড়িতে আনা হলে মঙ্গলবার তার মৃত্যু হয়।
বুড়িমারী স্থলবন্দর শ্রমিক সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বুড়িমারীতে অবস্থিত ঢাকার একটি কারখানায় পাথর ক্রাসিংয়ের কাজ করতেন। প্রায় তিন বছর ধরে এ কাজ করে আসছিলেন তিনি।
পাথর ক্রাসিংয়ের সময় উড়ন্ত ধুলা নাক-মুখ দিয়ে শরীরে ঢুকে সিলোকোসিস রোগের জন্ম দেয়। নুরুজ্জামান ছাড়াও আরো প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এ রোগে আক্রান্ত হন। ঢাকার বিলস নামের একটি সংগঠন এসব রোগীকে সনাক্ত করে। বাংলাদেশের মধ্যে বুড়িমারী স্থলবন্দরে প্রথম এ রোগটি সনাক্ত করা হয়।
উল্লেখ্য, গত প্রায় ৪ বছর আগে স্থানীয়ভাবে চিকিৎসার পর এ রোগে আক্রান্ত হয়ে ২১ শ্রমিকের মৃত্যু হয়েছিল যদিও বিষয়টি সরকারিভাবে স্বীকার করা হয়নি।
চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার জাতীয় বক্ষব্যধি হাসপাতাল থেকে ফেরত পাঠানো দুলাল মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।