ফারুক আহম্মেদ সুজন : ‘আমি এখনো এমপি। গত ৩০ বছর আমি পকেট গেইট দিয়ে ইন বা আউট হইনি। আমাকে ভেতরে নিতে হলে কারা গেট খুলতে হবে।’ ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এইভাবেই বেঁকে বসেন আবদুল লতিফ সিদ্দিকী। তিনি কারাগারে মাথা নিচু করে প্রবেশ করতে অস্বীকৃতি জানান। কারা কর্তৃপক্ষ ১৭ মিনিট বুঝিয়েও তাকে পকেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি। অবশেষে প্রধান ফটক খুলেই তাকে ভেতরে প্রবেশ করানো হয়।
মঙ্গলবার বেলা ৩ টা ২৫ মিনিটের কারাগার ফটকে তিনি এই ঘটনা ঘটান।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরার এক দিন পর মঙ্গলবার দুপুরে ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন টাঙ্গাইলের এই সংসদ সদস্য। এরপর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আতিকুর রহমান লতিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বেলা ৩টা ২৫ মিনিটে প্রিজন ভ্যান থেকে নেমে কারাগারের মূল ফটকের সামনে এসে বেঁকে বসেন লতিফ। উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি সাফ জানিয়ে দেন, তাকে ভেতরে নিতে হলে কারাগারের মূল ফটক খুলতে হবে।
কারা কর্মকর্তারা জানান, পকেট গেট দিয়েই তারা আসামি ও কয়েদিদের আনা নেওয়া করেন। প্রিজন ভ্যান ও গাড়ি ঢোকানোর দরকার হলে অথবা বিশেষ প্রয়োজনে মূল ফটক খোলা হয়। কিন্তু পুলিশ সদস্য ও কারা কর্মকর্তারা বিষয়টি লতিফ সিদ্দিকীকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
এদিকে কারাগারের সামনে এসময় সংবাদকর্মীরা বিভিন্ন প্রশ্ন করলেও কোনো প্রশ্নের উত্তর দেননি লতিফ। এসময় তার পরনে সাদা জুতা, কালো প্যান্ট ও সাদা চেক শার্ট ছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান