ঢাকা : জনগণের চাপে সরকার লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইনঞ্জির্য়াস ইস্টিটিউটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত মরহুম অধ্যাপক পিয়াস করিমের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে জনগণের ডাকে গ্রেফতার করে কারাগারে পাঠাতে বাধ্য হয়েছে অবৈধ সরকার।
তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে চার্জ গঠন করার চেষ্টা করছে সরকার। খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি আব্দুল মালেক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান