বাংলার খবর২৪.কম,ঢাকা : গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করতে হীন উদ্দেশ্যে সম্প্রতি সরকার সম্প্রচার নীতিমালা অনুমোদন করেছে। অভিলম্বে এই নীতিমালা বাতিল করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রচার নীতিমালার মাধ্যমে সরকার আবারো বাকশালের পথেই হাঁটছে।
রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক চলাকালীন সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে সোচ্চার হতে জাতিসংঘ, ওআইসি, আরব লীগের প্রতি আহবান জানান।
সম্প্রতি মাওয়ায় লঞ্চ ডুবিতে নিহত সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি এ ঘটনার জন্য ক্ষমতাসীন সরকারের উদাসীনতাকে দায়ী করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, অযোগ্যতা ও অদক্ষতার কারণে মাওয়ায় লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। তাই ক্ষমতাসীনদের উচিত মাওয়া লঞ্চ ডুবির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা।
এ সময় তোবা গ্রুপের শ্রমিকদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। সেই সঙ্গে কারখানার শ্রমিকদের কাজে ফেরার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে কারগারে আটক রাখারও তীব্র নিন্দা ও তার মুক্তি দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান