ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী যত বড়ই নেতা হোক না কেন আওয়ামী লীগ তাকে ছাড় দেয় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শ্যামপুর ও কদমতলী থানার ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের বেশ ভূষা, আচার-আচরণে বিন্দুমাত্র লেবাস নেই। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেখিয়ে নতুন করে ষড়যন্ত্র করতে চেয়েছিল সরকার তা শেষ করে দিয়েছে।
তিনি বলেন, বিএনপি আন্দোলন আন্দোলন করে। কিন্তু তাদের আর আন্দোলন করা হলো না।
তিনি বলেন, তারেক রহমান বিদেশ থেকে মিথ্যা ইতিহাস প্রচার করছে এবং বাক সন্ত্রাস চালাচ্ছে।
দলীয় নেতা-কর্মীদের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ত্যাগী, সংগ্রামী ও নিবেদিত নেতাদের তাদের যোগ্য স্থান দিতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে শ্যামপুর ও কদমতলী থানার ত্রি-বার্ষিক সন্মেলন যথাস্থানে করতে না পেরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান