গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে গণপিটুনীতে রহিম সরদার (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আরো ৩ ডাকাত গুরতর আহত হয়। ডাকাতদের ছোঁড়া ককটেল হামলায় আহত হয় নারীসহ ৮ গ্রামবাসী।
মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রহিম সরদার জেলা শহরের নতুন বাজার এলাকার রাসেল সরদারের ছেলে।
আহত তিন ডাকাত হচ্ছে- সাইদ মোল্লা, উলু মোল্লা ও শফিকুল।
এ ছাড়া ডাকাতদের ছোঁড়া ককটেল ও রামদার কোপে ওই গ্রামের মো. বাবু শেখ (৫০), তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫), ছেলে হায়াত আলী (১৫) ও বজলু শেখের ছেলে গোলাম রসুল (১৫) আহত হন।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, সোমবার গভীর রাতে শুকতাইল গ্রামের জাফর মাস্টারের বাড়িতে ১২-১৩ জনের একদল সশস্ত্র ডাকাত হামলা চালায়। ডাকাতরা দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। শত শত গ্রামবাসী পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করলে জনগণ ৪ ডাকাতকে ধরে গণপিটুনী দেয়। ঘটনাস্থলে ডাকাত রহিম সরদার নিহত ও ৩ ডাকাত আহত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান