ঢাকা : ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে যত্রতত্র রাস্তাপারাপার করতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালতের চোখে পড়লেই জরিমানা বা সাজার সম্মুখীন হতে হবে। জরিমানার টাকা না দিতে পারলে ছয় ঘণ্টা আটক থাকতে হবে রাস্তায় । এরকম পাঁচ ছয় জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে পাঁচ-ছয় জন ব্যক্তি টাকা দিতে না পারায় তাদের এই সাজা দেয়া হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) খান মো. রেজওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচ ছয়জন ব্যক্তি জরিমানার টাকা দিতে পারেনি। তাদের ছয় ঘণ্টার জন্য আটক রাখা হয়েছে। তারা ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পারাপারের চেষ্টা করছিল।
এরআগে, মঙ্গলবার সকাল থেকে রূপসী বাংলা হোটেল থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত যত্রতত্র রাস্তা পারাপর ঠেকাতে ডিএমপির পূর্বঘোষিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান