ঢাকা : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট’র (এনডিএফ) ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল অনেকটাই পিকেটিং ও উত্তাপহীন ভাবে চলছে।
হরতালের কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর প্রধান সড়কগুলোতে। হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি রাজধানীতে। এমনকি জেলা শহর গুলোতেও একই অবস্থা দেখা গেছে।
অন্যদিকে হরতালকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতাও নেই ।
অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে যান চলাচল। ভোর থেকেই রাজধানীর গাবতলী থেকে সদরঘাট-যাত্রাবাড়ী, মিরপুর থেকে মতিঝিল-সদরঘাট-যাত্রাবাড়ী, মোহাম্মদপুর থেকে মতিঝিল-যাত্রাবাড়ী, আজিমপুর থেকে আব্দুল্লাহপুর-বোর্ড বাজার অভ্যন্তরীণ রুটসহ সায়েদাবাদ, মহাখালী এবং গাবতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১২ টার মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে মঙ্গলবার দেশব্যাপী হরতাল পালনের ঘোষণা দেয় শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।