রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে চাতালের বয়লার বিস্ফোরণে শিশু ও নারীসহ ৫ জন দগ্ধ হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো; নাটোরের আব্দুর রহিমের স্ত্রী চাতালের নারী কর্মী ভাণু বেগম (৪৪), সিংগা গ্রামের আজাদের শিশুকন্যা ও সিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী বর্ষা খাতুন (১২), তাহের উদ্দিনের ছেলে তারেক রহমান (২৫), আব্দুল জলিলের স্ত্রী রেনু বেগম (৪০) ও শালঘরিয়া গ্রামের এজাজুল হক (৪২)।
আহতদের মধ্যে ভাণু বেগম ও তারেক রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
জানা গেছে, দুর্গাপুর পৌরসভা সদরের সিংগা গ্রামের আলাউদ্দিন (আলা) আলীর চাতালের বয়লার দীর্ঘ দিন থেকে পরিত্যাক্ত হয়ে পড়ে ছিলো। সোমবার আবারো চালুর করার আধাঘণ্টা পরে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।
এসময় সেখানে কর্মরত ভাণু বেগমের পুরো শরীর বয়লারের ভেতরে থাকা গরম পানিতে ঝলসে যায়। পাশে থাকা অন্যরাও এতে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান