ফারুক আহম্মেদ সুজন : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আবেদন দুটি খারিজ করে দেন।
আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট জয়নাল আবেদীন। অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট খুরশিদ আলম সরকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন, এটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে এ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে দুটি রিট করেন। সে সময় শুনানি শেষে রিট দুটি খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে চলতি বছর দুটি পৃথক লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান