ঢাকা: মহানবী সা., পবিত্র হজ সম্পর্কে কটূক্তিকারী আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দেশে ফিরে আসার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ইসলামি দল ও সংগঠন।
রোববার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাতের মধ্যেই লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা না হলে লাগাতার হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে অবগত হয়েছি, ইসলামের মৌলিক ইবাদত হজ নিয়ে কটূক্তি ও মহানবী সম্পর্কে ধৃষ্টতামূলক মন্তব্যকারী স্বঘোষিত মুরতাদ আবদুল লতিফ সিদ্দিকী হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন। আমরা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপরে উদ্দেশে বলতে চাই, তাকে সেখান থেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ম অবমাননার অপরাধে মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহ, রাসূল ও ইসলামের এই প্রকাশ্য শত্র“কে নিয়ে যদি ইঁদুর-বিড়াল খেলা হয় তাহলে দেশের নবীপ্রেমিক মুসলমানেরা ঘরে বসে থাকবে না। তাকে কোনো কৌশলে বাঁচানোর চেষ্টা হলে হেফাজত ইসলাম শিগগিরই দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। হেফাজতের প থেকে যখন যে কর্মসূচি ঘোষণা করা হয়, তা পালনে মুসলমানদের প্রস্তুত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’
সম্মিলিত ইসলামি দলগুলো
মহানবী সা:, ইসলাম ও পবিত্র হজ সম্পর্কে কটূক্তিকারী আবদুল লতিফ সিদ্দিকীর দেশে ফেরার দুঃশাহসের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন সম্মিলিত ইসলামি দলগুলোর শীর্ষ নেতারা।
এক বিবৃতিতে শীর্ষ ওলামা নেতৃবৃন্দ বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের তৌহিদি জনতা যখন সোচ্চার তখন সরকার গণদাবি উপেক্ষা করে এই স্বঘোষিত মুরতাদকে দেশে আসার সুযোগ করে দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাচেতনা, বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতির সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। তৌহিদি জনতা সরকারের এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না। তারা সরকারি সহায়তায় আবদুল লতিফ সিদ্দিকী দেশে ফেরার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই অর্বাচীনকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান। অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
বিবৃতিতে নাম রয়েছে শাইখ মাওলানা আবদুল মোমিন, রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরিয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা আব্দুল লতিফ নেজামী, হাফেজ্জী হুজুরের সাহেবজাদা হাফেজ মাওলানা আতাউল্লাহ, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী প্রমুখের।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
আবদুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তাকে বাঁচানোর কোনো অপচেষ্টা করবেন না, অবিলম্বে তাকে গ্রেফতার করে কঠোর শাস্তির মুখোমুখি করুন। তার গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে রাজধানী ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবো। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। সংগঠনটি আজ সোমবার দুপুর ২টায় ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম
রাতে এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ আব্দুল মোমিন, মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী প্রমুখ বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকী পবিত্র হজ, ইজতেমা ও আল্লাহর রাসূল সা.-কে নিয়ে কটূক্তি করে বাংলাদেশে প্রবেশের অধিকার হারিয়েছেন। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ইসলামী ঐক্য আন্দোলন
ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা এনামুল হক আজাদ বলেছেন, আবদুল লতিফ সিদ্দিকীর নিরাপদে দেশে ফেরা কোনোভাবেই মেনে নেয়া হবে না। অবিলম্বে তাকে গ্রেফতার করা না হলে যেকোনো পরিস্থিতির দায়িত্ব সরকারকে নিতে হবে।
কওমি মঞ্চ নেতৃবৃন্দ
অবিলম্বে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দাবি জানিয়েছেন কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ তাসনীম। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, লতিফ সিদ্দিকী কার সঙ্কেতে বাংলাদেশের মাটিতে পা রাখল জনগণ তা জানতে চায়। কোনো শক্তির ভয়ে যদি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হয় তবে এর দায় ভার সরকারকেই বহন করতে হবে।