বাংলার খবর২৪.কম: বিএনপি নেতা ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।
এর আগে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে পল্টন ও শাহজাহানপুর থানায় পুলিশের দায়ের করা তিনটি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ নেতা-কর্মী। সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালতে ওই মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। ওই মামলায় আসামী ছিলেন এ্যানি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান