ঢাকা : মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স সহ বেশ কয়েকটি আন্তজার্তিক খ্যাতি ইতিমধ্যে ভারতের ঝুলিতে। আর ভারতীয় এই সৌন্দর্যকে উপেক্ষা করতে পারছেন না হলিউডি পরিচালকেরা। ইরফান খান, ঐশ্বর্য রায় সহ একঝাঁক তারকারা ইতিমধ্যে মুখ দেখিয়ে ফেলেছেন হলিপর্দায়। তবে না, আমি বর্তমানে বলিউডের নায়ক-নায়িকার কথা বলছি না। আমি গল্প বলছি ভারতীয় বংশোদ্ভূত হলিউলের নায়িকাদের। যাদের লাস্যে ছয়লাপ হলিউড।
নৌরিন ডিওয়াস: এই তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি হলেন নৌরিন ডিওয়াসফের। পুনে শহরের একটি মুসলিম পরিবারে জন্ম ইএ হলিসুন্দরী। এখন পর্যন্ত ‘ব্যাক-আপ প্ল্যান’, ‘গোস্ট অফ গার্লফ্রেন্ড পাস্টের মত ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।
ফ্রইদা পিন্টো: নৌরিনের পরই নাম আসে ফ্রইদা পিন্টোর। মঙ্গোলিয়ার এক ক্যাথলিক পরিবারের মেয়ে তিনি। অভিনয়ে তাঁর প্রথম হাতে খড়ি ২০০৮ সালে বলিউড সিনেমা ‘স্ল্যামডগ মিলিয়েনিয়র’ মাধ্যমে। এরপর হলিউডে পাড়ি জমিয়েছে এই তন্বয়া। ইতিমধ্যে ‘রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস’, ‘ইমমোরাল’ মত ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি।
পারমিন্দার নাগারা: আর এক ভারতীয় কন্যা হল পারমিন্দর নাগারা। যিনি জন্মসূত্রে শিখ। ইদানিং হলিউডের আসনে জাঁকিয়ে বসতে চলেছেন তিনি। তাঁর প্রথম ছবি ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ হলিউডে সুপারডুপার হিট। এখন ঝুলিতে রয়েছে অনেক সিনেমার অফার।
পদ্মলক্ষ্মী: বর্তমানে আমেরিকার জনপ্রিয় এক টেলিভিশন চ্যানেলের সঞ্চাকল পদ্মলক্ষ্মী। এছাড়া অনেক হলিউডি সিনেমাতে পার্শ্বচরিত্রে অভিনয় অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রীর জন্ম ভারতের চেন্নাই শহরে।
hannahহান্না সিমোন: বিদেশের মাটিতে জন্ম হলেও জন্মসূত্রে কিন্তু হান্না ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বাবা ও জার্মান মায়ের এই সন্তান এখন কানাডিয়ান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান