পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

হলিউডের হৃদয় জয় ৫ ইন্ডিয়ান বিউটির

ঢাকা : মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স সহ বেশ কয়েকটি আন্তজার্তিক খ্যাতি ইতিমধ্যে ভারতের ঝুলিতে। আর ভারতীয় এই সৌন্দর্যকে উপেক্ষা করতে পারছেন না হলিউডি পরিচালকেরা। ইরফান খান, ঐশ্বর্য রায় সহ একঝাঁক তারকারা ইতিমধ্যে মুখ দেখিয়ে ফেলেছেন হলিপর্দায়। তবে না, আমি বর্তমানে বলিউডের নায়ক-নায়িকার কথা বলছি না। আমি গল্প বলছি ভারতীয় বংশোদ্ভূত হলিউলের নায়িকাদের। যাদের লাস্যে ছয়লাপ হলিউড।

নৌরিন ডিওয়াস: এই তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি হলেন নৌরিন ডিওয়াসফের। পুনে শহরের একটি মুসলিম পরিবারে জন্ম ইএ হলিসুন্দরী। এখন পর্যন্ত ‘ব্যাক-আপ প্ল্যান’, ‘গোস্ট অফ গার্লফ্রেন্ড পাস্টের মত ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

hannahferidaফ্রইদা পিন্টো: নৌরিনের পরই নাম আসে ফ্রইদা পিন্টোর। মঙ্গোলিয়ার এক ক্যাথলিক পরিবারের মেয়ে তিনি। অভিনয়ে তাঁর প্রথম হাতে খড়ি ২০০৮ সালে বলিউড সিনেমা ‘স্ল্যামডগ মিলিয়েনিয়র’ মাধ্যমে। এরপর হলিউডে পাড়ি জমিয়েছে এই তন্বয়া। ইতিমধ্যে ‘রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস’, ‘ইমমোরাল’ মত ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি।

পারমিন্দার নাগারা: আর এক ভারতীয় কন্যা হল পারমিন্দর নাগারা। যিনি জন্মসূত্রে শিখ। ইদানিং হলিউডের আসনে জাঁকিয়ে বসতে চলেছেন তিনি। তাঁর প্রথম ছবি ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ হলিউডে সুপারডুপার হিট। এখন ঝুলিতে রয়েছে অনেক সিনেমার অফার।

পদ্মলক্ষ্মী: বর্তমানে আমেরিকার জনপ্রিয় এক টেলিভিশন চ্যানেলের সঞ্চাকল পদ্মলক্ষ্মী। এছাড়া অনেক হলিউডি সিনেমাতে পার্শ্বচরিত্রে অভিনয় অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রীর জন্ম ভারতের চেন্নাই শহরে।

hannahহান্না সিমোন: বিদেশের মাটিতে জন্ম হলেও জন্মসূত্রে কিন্তু হান্না ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বাবা ও জার্মান মায়ের এই সন্তান এখন কানাডিয়ান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

হলিউডের হৃদয় জয় ৫ ইন্ডিয়ান বিউটির

আপডেট টাইম : ০৩:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০১৪

ঢাকা : মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স সহ বেশ কয়েকটি আন্তজার্তিক খ্যাতি ইতিমধ্যে ভারতের ঝুলিতে। আর ভারতীয় এই সৌন্দর্যকে উপেক্ষা করতে পারছেন না হলিউডি পরিচালকেরা। ইরফান খান, ঐশ্বর্য রায় সহ একঝাঁক তারকারা ইতিমধ্যে মুখ দেখিয়ে ফেলেছেন হলিপর্দায়। তবে না, আমি বর্তমানে বলিউডের নায়ক-নায়িকার কথা বলছি না। আমি গল্প বলছি ভারতীয় বংশোদ্ভূত হলিউলের নায়িকাদের। যাদের লাস্যে ছয়লাপ হলিউড।

নৌরিন ডিওয়াস: এই তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি হলেন নৌরিন ডিওয়াসফের। পুনে শহরের একটি মুসলিম পরিবারে জন্ম ইএ হলিসুন্দরী। এখন পর্যন্ত ‘ব্যাক-আপ প্ল্যান’, ‘গোস্ট অফ গার্লফ্রেন্ড পাস্টের মত ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

hannahferidaফ্রইদা পিন্টো: নৌরিনের পরই নাম আসে ফ্রইদা পিন্টোর। মঙ্গোলিয়ার এক ক্যাথলিক পরিবারের মেয়ে তিনি। অভিনয়ে তাঁর প্রথম হাতে খড়ি ২০০৮ সালে বলিউড সিনেমা ‘স্ল্যামডগ মিলিয়েনিয়র’ মাধ্যমে। এরপর হলিউডে পাড়ি জমিয়েছে এই তন্বয়া। ইতিমধ্যে ‘রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস’, ‘ইমমোরাল’ মত ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি।

পারমিন্দার নাগারা: আর এক ভারতীয় কন্যা হল পারমিন্দর নাগারা। যিনি জন্মসূত্রে শিখ। ইদানিং হলিউডের আসনে জাঁকিয়ে বসতে চলেছেন তিনি। তাঁর প্রথম ছবি ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ হলিউডে সুপারডুপার হিট। এখন ঝুলিতে রয়েছে অনেক সিনেমার অফার।

পদ্মলক্ষ্মী: বর্তমানে আমেরিকার জনপ্রিয় এক টেলিভিশন চ্যানেলের সঞ্চাকল পদ্মলক্ষ্মী। এছাড়া অনেক হলিউডি সিনেমাতে পার্শ্বচরিত্রে অভিনয় অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রীর জন্ম ভারতের চেন্নাই শহরে।

hannahহান্না সিমোন: বিদেশের মাটিতে জন্ম হলেও জন্মসূত্রে কিন্তু হান্না ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বাবা ও জার্মান মায়ের এই সন্তান এখন কানাডিয়ান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।