>আন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় গত ১৪ দিন ধরে ইসরাইলি আগ্রাসনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রোববার। এদিন ইসরাইলি নির্মমতায় অন্তত ১২০ জনেরও বেশি গাজাবাসী নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ সোমবার পর্যন্ত ১৪ দিনে ইসরাইলি বর্বরতায় ৫০২ জনের বেশী মানুষ নিহত হয়েছে। নারী ও শিশুসহ যারা এ গণহত্যার শিকার হয়েছেন তাদের প্রায় অধিকাংশই বেসামরিক নাগরিক।
এছাড়া গাজার অদূরে অবস্থিত শেজাইয়া এলাকায় শেল হামলায় সেখানকার বেশিরভাগ বাড়িঘর ও স্থাপনাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শেজাইয়াতে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছেন প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট-এর একজন কর্মী।
ইসরাইলি বোমা ও শেল থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে শেজাইয়ার হাজার হাজার মানুষ।
এদিকে, গাজায় এই ইসরাইলি হামলাকে ‘নৃশংসতা’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। ‘সহিংসতা’ বন্ধের জন্য ইসারয়েল-কে আহ্বান জানিয়েছেন তিনি।
অপরদিকে হামলা করে বেসামরিক মানুষ হত্যা করে ইসরাইল ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে উল্লেখ করেছেন হামাস-এর মুখপাত্র সামি আবু জাহরি। তিনি বলেছেন, “শেজাইয়াতে ইসরায়েল গণহত্যা চালিয়েছে এবং এটি একটি যুদ্ধাপরাধ।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, আক্রান্ত এলাকায় কোনও অ্যাম্বুলেন্সকে যেতে বাধা দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা। ফলে, আহতদেরকে হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না।
বিবিসির খবরে বলা হয়, শেজাইয়া ঘুরে এসে জানিয়েছেন, সেখানে অ্যাম্বুল্যান্স প্রবেশের জন্য মাত্র এক ঘণ্টা যুদ্ধবিরতি হয়েছিল। এছাড়া বাকি সবসময় বৃষ্টির মত বিরামহীনভাবে চলেছে শেল বর্ষণ।
এদিকে, রোববারের ঘটনায় ১৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
এছাড়া হামাস এক ইসরাইলি সেনাকে রোববার জীবিত আটক করেছে বলে টেলিভিশনে বিবৃতি দিয়ে জানিয়েছে হামাস-এর কাশেম ব্রিগেড-এর মুখপাত্র আবু ওবেইদ।