নিউ ইয়র্ক: না, কোনো বন্ড মুভি’র গল্প নয়। মার্কিন গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, যেভাবে প্রতিদিন পাকিস্তানের শক্তিবৃদ্ধি ঘটছে, আগামী ২০২০ সালের মধ্যে তাদের হাতে ২০০-র উপর নিউক্লিয়ার ডিভাইস থাকবে। এই তথ্য মার্কিন গোয়েন্দাদের মাথাব্যাথা বাড়িয়েছে।
‘কাউন্সিল অফ ফরেন রিলেশন’-এর কর্তাদের অনুমান, বিশ্বের অন্যান্য দেশগুলি যখন নিউক্লিয়ার অস্ত্রের ভাণ্ডার কমাচ্ছে, তখন এশিয়ার মধ্যে পাকিস্তান সবচেয়ে দ্রুত নিউক্লিয়ার শক্তি বৃদ্ধি ঘটাচ্ছে। ২০২০-র মধ্যে তাদের হাতে একঝাঁক নিউক্লিয়ার ক্ষেপনাস্ত্র থাকবে বলেই অনুমান মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের।
মার্কিনি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান অন্তত ১১টি ক্ষেপনাস্ত্র ছাড়ার মত পরিকাঠামো তৈরি করেছে ফেলেছে এই মুহূর্তে। যাদের মধ্যে রয়েছে এয়ারক্রাফ্ট, ব্যালেস্টিক মিসাইল। পাকিস্তানের বিরুদ্ধে একটি সামরিক সেনা অভিযানের সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে।– ওয়েবসাইট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান